মেডিক্যাল থেকে উধাও রোগী

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর বিয়াল্লিশের খোকন পান্ডা বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন। পরদিন সকাল ছ’টা নাগাদ কর্তব্যরত নার্স দেখেন, তিনি শয্যায় নেই। প্রথমে ওই নার্স ও কর্মীরা ভেবেছিলেন, খোকন শৌচালয়ে গিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৪
Share:

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।—ফাইল চিত্র।

শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যা নিয়ে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার পরে গভীর রাত পর্যন্ত হাসপাতাল চত্বরেই ছিলেন তাঁর পরিজনেরা। কিন্তু সকাল হতেই দেখা গেল, রোগী শয্যায় নেই! শুক্রবার এই ঘটনা ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর বিয়াল্লিশের খোকন পান্ডা বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন। পরদিন সকাল ছ’টা নাগাদ কর্তব্যরত নার্স দেখেন, তিনি শয্যায় নেই। প্রথমে ওই নার্স ও কর্মীরা ভেবেছিলেন, খোকন শৌচালয়ে গিয়েছেন। পরে দেখা যায়, ওই রোগী হাসপাতালে নেই। তাই খবর দেওয়া হয় বৌবাজার থানায়। পুলিশ ঘটনার তদন্তে নামে।

এই ঘটনায় সরকারি হাসপাতালে রোগীদের নিরাপত্তা ও নজরদারিতে ঢিলেমির বিষয়টিই ফের প্রকাশ্যে এসেছে। আগেও একাধিক বার সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীরা উধাও হয়ে গিয়েছেন। এমনকি, হাসপাতালের ভিতর থেকে সদ্যোজাতকে কোলে নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু তার পরেও পরিস্থিতি বদলায়নি।

Advertisement

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবারের তরফে তাঁদের কাছে কোনও অভিযোগ করা হয়নি। হাসপাতালের ভিতরে অনেক রোগীই হাঁটাহাঁটি করেন। প্রত্যেকের উপরে নজরদারি সম্ভব নয়। তাঁদের দাবি, রোগীদের উপরে নজর রাখা হয় বলেই নিখোঁজ হওয়ার ঘটনাটি দ্রুত জানা গিয়েছে এবং থানাতেও খবর দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement