প্রতীকী ছবি।
মহাজাতি সদনের উল্টো দিকে, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ফুটপাতের বাসিন্দা জইবুন বিবিকে (৫০) খুনের মামলায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীরা জানান, ধৃতের নাম গৌতম চৌধুরী। তার কাছ থেকে মৃতের মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। শনিবার ব্যাঙ্কশাল আদালতের সরকারি কৌঁসুলি তারকনাথ মণ্ডল জানান, গত রবিবার রাতে খুন হন
জইবুন। সেই ঘটনায় মূল অভিযুক্ত শেখ জাহাঙ্গিরকে জেরা করে গৌতমের নাম পাওয়া যায়। গৌতম মোবাইলটি কিনেছিল। আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।