Salt Lake

Salt Lake App Cab: অ্যাপ ক্যাব চালকের ঘাড়ে কোপ! ষষ্ঠীতে সল্টলেকে ট্যাক্সি ছিনতাই, ধৃত এক মহিলা-সহ দুই

তদন্তে নেমে পুলিশ নবমীর দিন হুগলির ডানকুনি থেকে ছিনতাইয়ে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে। আর কেউ জড়িত কিনা জানতে তদন্ত জারি পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৭:০৭
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

অ্যাপ ক্যাব বুক করে, চালককে মেরে গাড়ি থেকে নামিয়ে, সেই গাড়িই ছিনতাই করার অভিযোগ। ষষ্টীর দিন ঘটনাটি ঘটে সল্টলেকের এডি ব্লকে। নবমীর দিন হুগলির ডানকুনি থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ যেন হিন্দি ছবির টানটান চিত্রনাট্য। প্রথমে মহিলার মোবাইল থেকে অ্যাপ ক্যাব বুক করা হয়। ক্যাব এলে তাতে চড়ে বসেন এক দম্পতি। মাঝ রাস্তায় আচমকাই ধারাল অস্ত্রের আঘাত চালকের কাঁধে। তার পর চালককে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গাড়িটি নিয়ে চম্পট। বিধাননগর উত্তর থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন চালক।

তদন্তে নেমে পুলিশ নবমীর দিন হুগলির ডানকুনি থেকে ছিনতাইয়ে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে। আরও কেউ চক্রে যুক্ত কিনা জানতে তদন্ত জারি পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement