SSKM won NABL award

এনএবিএল স্বীকৃতি পিজি-র

স্বাস্থ্য প্রশাসন সূত্রের খবর, পূর্ব ভারতে এই প্রথম কোনও রাজ্য সরকারের হাসপাতাল এই স্বীকৃতি পেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৮
Share:

পিজি হাসপাতাল। —ফাইল চিত্র।

‘ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ়’ (এনএবিএল) স্বীকৃতি পেল এসএসকেএমের অঙ্কো-প্যাথলজি বিভাগ। স্বাস্থ্য প্রশাসন সূত্রের খবর, পূর্ব ভারতে এই প্রথম কোনও রাজ্য সরকারের হাসপাতাল এই স্বীকৃতি পেল। সোমবার সেই শংসাপত্র হাতে পেয়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ।

Advertisement

জানা যাচ্ছে, এ রাজ্যে সরকারি স্তরে ক্যানসারের অত্যাধুনিক ও উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে শেষ দু’বছর ধরে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যৌথ ভাবে কাজ করছে এসএসকেএম। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, ‘ন্যাশনাল ক্যানসার গ্রিড’-এর মাধ্যমে টাটা মেমোরিয়াল থেকে এই দু’বছরে বেশ কিছু নমুনা বায়প্সির জন্য এসএসকেএমের অঙ্কো-প্যাথলজি বিভাগে পাঠানো হয়েছিল। বছরে প্রায় ১২টি করে নমুনা এসেছিল। প্রতিটিতেই পরীক্ষার গুণমান ৯০ শতাংশ স্কোর পায়। এসএসকেএম কর্তৃপক্ষের কথায়, ‘‘তাতে বোঝা যায়, ক্যানসার চিহ্নিত করার পরীক্ষায় আমাদের পরিকাঠামো ঠিক আছে। তার গুণগত মানও বজায় রাখা সম্ভব হচ্ছে।’’ এর পরেই স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে গুণগত মানের মাপকাঠির ভিত্তিতে মাস আটেক আগে ‘এনএবিএল’ স্বীকৃতির আবেদন করেন এসএসকেএম কর্তৃপক্ষ। সব খতিয়ে দেখে অবশেষে অঙ্কো-প্যাথলজি বিভাগকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement