নিজের ঘরে বৃদ্ধা। —নিজস্ব চিত্র।
তালা বন্ধ করে এক বৃদ্ধাকে আটকে রাখার অভিযোগ উঠল। শুক্রবার কালিন্দীর ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই আবাসনের ‘সি’ ব্লকের চারতলায় একটি ফ্ল্যাটে একাই থাকেন মণিকা দত্ত (৭৫) নামে ওই বৃদ্ধা। তাঁর স্বামী সাধন দত্ত মারা গিয়েছেন। দুই মেয়ে বিবাহিত। এ দিন খবর পেয়ে যান স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃগাঙ্ক ভট্টাচার্য। পুলিশেও খবর দেওয়া হয়। মৃগাঙ্কবাবু জানান, তাঁর এক পরিচিতকে মণিকাদেবী ফোন করতেই ঘটনাটি জানাজানি হয়।
এ দিন মণিকাদেবীর ফ্ল্যাটে গিয়ে পুলিশ দেখে, জীর্ণ ঘরে রয়েছেন বৃদ্ধা। মণিকাদেবী পুলিশ ও কাউন্সিলরের কাছে অভিযোগে জানান, মেয়েরা তাঁকে দেখেন না। তিনি স্বামীর পেনশন হিসেবে মাসে ১২ হাজার টাকা পান। সেই টাকা মেয়েরা নিয়ে গিয়েছেন। বাড়ির দলিলও নিয়ে গিয়েছেন তাঁরা। প্রতি রাতে এক জনকে দিয়ে মণিকাদেবীর খাবার পাঠান ছোট মেয়ে। এ দিন উদ্ধার করে পুলিশই বৃদ্ধার খাওয়ার ব্যবস্থা করে।
মৃগাঙ্কবাবুর অভিযোগ, মণিকাদেবীকে কেন আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়া হলে দুই মেয়েই সহযোগিতা করেননি। তিনি জানিয়েছেন, বৃদ্ধার দেখভালের ব্যবস্থা করার চেষ্টা চলছে। মণিকাদেবীর দুই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাঁরা ফোন ধরেননি।