ফাইল চিত্র।
ডিজ়েলের মূল্যবৃদ্ধির জেরে সোমবার রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যেতে পারে বলে আগাম আঁচ করেছিলেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। সেই মতো বাসের সংখ্যা বাড়িয়ে সকালের দিকে উত্তর কলকাতার সঙ্কট সামাল দেওয়া গেলেও ভোগান্তি বজায় থাকল দক্ষিণের বিভিন্ন রুটে। বেলা গড়াতে বেসরকারি বাসের সংখ্যাও কমে এল উল্লেখযোগ্য হারে।
বিকেলে বাড়ি ফেরার জন্য বেসরকারি বাস পেতে গিয়ে হয়রানির মুখে পড়তে হল অনেককেই। গড়িয়া, রুবি, আলিপুর, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, এসপ্লানেড, উল্টোডাঙা, বেলেঘাটা, করুণাময়ী-সহ বিভিন্ন জায়গায় অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় চোখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এসপ্লানেড থেকে সরকারি বাস চালানো হলেও বেসরকারি বাস ও মিনিবাসের অভাব সমস্যায় ফেলেছে অসংখ্য যাত্রীকে। সকালের দিকে দক্ষিণ শহরতলির বারুইপুর, সোনারপুর এবং কামালগাজি মোড়ে যাত্রীদের ভাল রকম ভিড় চোখে পড়েছে। সরকারি বাস চললেও বহু বেসরকারি বাসে যাত্রীদের ঠাসাঠাসি করে উঠতে দেখা গিয়েছে। ডিজ়েলের দাম বাড়ায় এ দিন রাস্তায় সাধারণ ট্যাক্সির সংখ্যাও ছিল কম। বাড়তি ভাড়া দাবি করছে ট্যাক্সি সংগঠনগুলিও। আজ, মঙ্গলবার রথ উপলক্ষে সরকারি অফিস ছুটি থাকায় পথের হয়রানি খানিকটা কমতে পারে। তবে বাসভাড়া নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত না নিলে ফের ভোগান্তি মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে।