—ফাইল চিত্র।
রাতের পথে নেমে ধরপাকড়ই শুধু নয়, তার পাশাপাশি বেপরোয়া মোটরবাইক রুখতে ক্লাব ও স্কুল-কলেজগুলিতে প্রচার চালাবে কলকাতা পুলিশ। লালবাজারের খবর, শহরের কিছু এলাকায় হেলমেট না পরার ও বেপরোয়া ভাবে মোটরবাইক চালানোর প্রবণতা বেশি দেখা যায়। সেই সমস্ত এলাকার ক্লাবগুলির মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা হবে যুবকদের মধ্যে। একই ভাবে প্রচার চলবে স্কুল-কলেজেও।
কলকাতা পুলিশের এক পদস্থ কর্তার বক্তব্য, মূলত তরুণ প্রজন্মের মধ্যেই বেপরোয়া ভাবে মোটরবাইক চালানোর প্রবণতা বেশি। সেই কারণেই ক্লাব ও স্কুল-কলেজে প্রচার চালানো প্রয়োজন। ‘‘এই প্রচারকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে চাইছি আমরা,’’ মন্তব্য ওই পুলিশকর্তার।
পুলিশ সূত্রের দাবি, নারকেলডাঙা, বেনিয়াপুকুর, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচের মতো কিছু এলাকায় বেপরোয়া মোটরবাইকের দাপট বেশি। তাই প্রথম পর্যায়ে ওই সমস্ত এলাকার স্কুল-কলেজ ও ক্লাবগুলিতে প্রচারে বেশি জোর দেওয়া হবে। এই কাজে ওই স্কুল-কলেজ ও ক্লাব কর্তৃপক্ষকেও শামিল করতে চাইছে পুলিশ।
লালবাজারের একটি সূত্রের দাবি, পথে যে সব বাইকচালককে আটকানো হচ্ছে, তাঁদের জরিমানা করার পাশাপাশি নিরাপত্তা সম্পর্কেও বোঝানো হচ্ছে। উল্টোডাঙা ট্র্যাফিক গার্ড ইতিমধ্যেই তাদের এলাকায় এই কাজ শুরু করেছে। বাকি ট্র্যাফিক গার্ডগুলিকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার থেকে উল্টোডাঙা ট্র্যাফিক গার্ড খন্না মোড়, মানিকতলা, কাঁকুড়গাছি এলাকায় এই প্রচারে নেমেছিল। পুলিশ আধিকারিকেরা জানাচ্ছেন, সকালে এক ব্যক্তি শিশুকন্যাকে স্কুটারে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁর মাথায় হেলমেট থাকলেও শিশুটির মাথায় ছিল না। এই সামান্য ভুল কত বড় বিপদ ঘটাতে পারে, তা বোঝানোয় ওই ব্যক্তি ভুল স্বীকার করে নেন। হেলমেট না পরে মোটরবাইক নিয়ে পথে বেরিয়ে ধরা পড়ায় অনেকে বিব্রত হয়েছেন। কেউ কেউ পুলিশকে ‘কথা দিয়েছেন’, ভবিষ্যতে এমন ভুল করবেন না।
সম্প্রতি গভীর রাতে বেপরোয়া মোটরবাইক আরোহীদের হাতে লাঞ্ছিত হন প্রাক্তন মিস ইন্ডিয়া-ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত, তাঁর এক বন্ধু ও তাঁদের অ্যাপ-ক্যাবের চালক। ঘটনায় পুলিশের একাংশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও ওঠে। সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে লালবাজার। পুলিশের একাংশের দাবি, ওই ঘটনার পরেই পুলিশ কমিশনার অনুজ শর্মা রাতের শহরে লাগাতার তল্লাশি অভিযানের নির্দেশ দেন। শনি ও রবিবার শহরের বিভিন্ন মোড়ে ‘ব্লক রেড’ হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতেও শহরের প্রায় তিরিশটি জায়গায় বেপরোয়া ও হেলমেটহীন বাইকচালকদের বিরুদ্ধে অভিযান চলেছে। তাতে আইন অমান্য করার অভিযোগে ৯৯৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬১৮ জনের হেলমেট ছিল না। গত এক সপ্তাহ ধরে রাতের শহরে ওই অভিযান চলছে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে। এক পুলিশকর্তা জানান, এই সাত দিনে আইন না মানার জন্য প্রায় সাত হাজার বাইক-আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চালক প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় প্রায় ২০০টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।