Domestic Transfer

টার্মিনাল থেকে না বেরিয়েই ধরা যাবে অন্য শহরের উড়ান

এ বার থেকে ‘ডোমেস্টিক ট্রান্সফার’ চালু হচ্ছে কলকাতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৫
Share:

ছবি: সংগৃহীত

দিল্লি থেকে কলকাতায় নেমে গুয়াহাটি যাবেন যাত্রী। একতলায় অ্যারাইভাল হল হয়ে টার্মিনালের বাইরে বেরিয়ে এসে লিফট ধরলেন। দোতলায় উঠে আবার ঢুকলেন টার্মিনালে। দোতলার নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে চলে গেলেন উড়ান ধরতে।

Advertisement

অন্য শহর থেকে কলকাতায় নেমে ফের অন্য এক শহরের উড়ান ধরার আগে নিরাপত্তা বেষ্টনী এ ভাবেই পেরোতে হয়। কিন্তু, এ বার থেকে ‘ডোমেস্টিক ট্রান্সফার’ চালু হচ্ছে কলকাতায়। তাতে অন্য শহর থেকে আসার পরে যাত্রীদের আর টার্মিনালের বাইরে বেরোতে হবে না। একতলাতেই তাঁদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়েছে।

কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, আজ, শুক্রবার পরীক্ষামূলক ভাবে একটি উড়ানের যাত্রীদের একতলা থেকে সরাসরি ডিপারচারে নিয়ে যাওয়া হবে। সোমবার থেকে বাকি সব যাত্রীদের জন্য ওই ব্যবস্থা চালু হবে। কৌশিকবাবু বলেন, ‘‘এতে যাত্রীদের তো সুবিধা হবেই। সময় বাঁচবে। উপরে নিরাপত্তা বেষ্টনীর উপরে যে চাপ পড়ছিল তা-ও কমবে।’’

Advertisement

উত্তর-পূর্ব ভারতের শহর থেকে বড় সংখ্যক যাত্রী চিকিৎসা বা অন্য কাজে কলকাতা ঘুরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ- সহ অন্যত্র যাতায়াত করেন। দেশের অন্য বড় বিমানবন্দরে এই ট্রানজ়িট যাত্রীদের জন্য ডোমেস্টিক ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে। কলকাতায় ছিল না। কৌশিকবাবু

জানিয়েছেন, অ্যারাইভালে এক নম্বর বেল্টের কাছে নতুন করে নিরাপত্তা বেষ্টনী চালু হয়েছে। এক শহর থেকে নেমে অন্য শহরের উড়ান ধরতে হলে যাত্রীকে নতুন এই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দোতলায় যেতে হবে। এর জন্য নতুন তিনটি লিফট বসানো হয়েছে। যাঁদের একতলা থেকে বাসে করে বিমান পর্যন্ত যেতে হবে তাঁরা সরাসরি সেই বোর্ডিং গেটে

চলে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement