Kamakhya Express Derails

কটকে লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি! মৃত্যু অন্তত এক যাত্রীর, আহত ৭ জন

১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস রবিবার কটকের চৌদ্বারের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাচ্ছিল ট্রেনটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৩:৩৬
Share:
Kamakhya Express from Bengaluru faces derailment in Cuttack, Odisha

ওড়িশার কটকে লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস। ছবি: এক্স।

ওড়িশার কটকে দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কামাখ্যা এক্সপ্রেসের অন্তত ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে ওড়িশা টিভি। আহত হয়েছেন অন্তত ৭ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের ঘটনাস্থল থেকে সরানোর বন্দোবস্ত করা হয়েছে।

Advertisement

পূর্ব উপকূলীয় রেলের সূত্র উল্লেখ করে ওড়িশা টিভি জানিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে কামাখ্যা এক্সপ্রেসের গতি ছিল অত্যন্ত কম। লাইনে কোনও গোলমাল থাকায় প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সেই ধাক্কার অভিঘাতে পর পর আরও ১০টি বগি লাইন থেকে সরে যায়। তবে আরও বড় দুর্ঘটনা হতে পারত, যা এড়ানো গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছোনোর বিকল্প বন্দোবস্ত করা হবে।

১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস রবিবার কটকের চৌদ্বারের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়। কী কারণে আচমকা ট্রেনের বগি লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়। পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র বলেন, ‘‘রবিবার বেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। আমরা সেই খবর পেয়েছি। ঘটনাস্থলে আর একটি ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যেরাও পৌঁছেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’’অশোক আরও বলেন, ‘‘কী কারণে দুর্ঘটনা, এত দ্রুত তা বলা মুশকিল। এখন আমাদের অগ্রাধিকার দ্রুত পরিষেবা স্বাভাবিক করে তোলা। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শুরু হয়েছে।’’

Advertisement

দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আতঙ্কিত যাত্রীরা। এক যাত্রী বলেন, ‘‘পুরী থেকে অসমে ফিরছি। আমরা সকলে সুস্থ আছি। কিন্তু এর পর কী হবে, জানি না।’’ আর এক যাত্রী বলেন, ‘‘ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নেমে পড়ি। দরজার সামনে এক জন দাঁড়িয়ে ছিলেন। তিনি চোট পেয়েছেন। ট্রেন খুব আস্তে চলছিল। তাই বড় কিছু হয়নি।’’

২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রিবাহী করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে ওই ট্রেনের ২১টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। তার মধ্যে তিনটি বগি পাশের লাইনে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় সরকারি হিসাব অনুযায়ী ২৯৬ জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা হাজারের বেশি। কটকে কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনা দু’বছর আগের সেই স্মৃতি আবার উস্কে দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement