ইডেনে আইপিএল ম্যাচ চলাকালীন কোনও আতসবাজি ফাটানো হবে না বলে আদালতে জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ম্যাচ চলাকালীন বাজি পোড়ানোয় আপত্তি জানিয়েছিল কলকাতা পুলিশ। তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে মামলা করে সিএবি। এর আগের শুনানিতে বিচারপতি দত্ত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন, আতসবাজি পোড়ানোর সময়ে দূষণের মাত্রা মেপে শুক্রবার আদালতে রিপোর্ট দিতে হবে। পর্ষদের আইনজীবী নয়ন বিয়ানি জানান, রিপোর্টে বলা হয়েছে, ম্যাচের দিন ছাড়াও যে দিন খেলা থাকবে না সে দিনও ইডেন ও তার আশপাশের বাতাসের দূষণ মাপা হবে। কারণ, সাধারণ সময় বাতাসে কত দূষণ থাকে ও আতসবাজি পোড়ানো হলে কত দূষণ হয়, তা আলাদা করে মাপা দরকার। হাইকোর্টের গ্রীষ্মকালীন ছুটি শেষ হলে সেই দূষণ-মাত্রার রিপোর্ট পেশ করবে পর্ষদ। পুলিশ আরও জানিয়েছিল, ইডেনে ম্যাচ চলাকালীন শুকনো বরফ বাতাসে ওড়ানো হয়। সিএবি এ দিন আদালতে জানিয়েছে, ম্যাচ চলাকালীন শুকনো বরফও ব্যবহার করা হবে না।