নিউ টাউনে পোষ্যদের সমাধিক্ষেত্র। নিজস্ব চিত্র
পোষ্যদের সমাধিস্থ করার জন্য এক বছর আগে এক একর জায়গা বরাদ্দ করে পরিকাঠামো তৈরি হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই সেখানে বহু পোষ্যকে সমাধিস্থ করা হয়েছে। সামান্য কিছু জায়গা পড়ে রয়েছে। সেটিও দ্রুত ভর্তি হয়ে যাবে বলে মনে করছেন আধিকারিকেরা। তাই এ বার সেখানে আরও পরিকাঠামো গড়ার পরিকল্পনা করেছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ।
এনকেডিএ সূত্রের খবর, নিউ টাউনের অ্যাকশন এরিয়া ৩ নম্বরে এক বছর আগে ওই কবরস্থানে দেড়শোটি পোষ্যকে সমাধিস্থ করার পরিকাঠামো গঠন করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই ভরে গিয়েছে ১৪২টি জায়গা। তার মধ্যে ডিসেম্বর মাসেই ১০টি পোষ্যকে সমাধিস্থ করা হয়েছে। ফলে আগামী দিনে কী ভাবে সেখানে সমাধিস্থ করার জায়গা দেওয়া হবে, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন কর্তারা। তবে প্রাথমিক ভাবে তাঁরা জানিয়েছেন, কবরস্থান সংস্কার করে জায়গা পুনর্ব্যবহার করা হবে।
পোষ্যদের সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরির কথাও আলোচনায় উঠে এসেছে। তবে ব্যয়ভার, দূষণ-সহ নানা জটিলতার নিরিখে বিষয়টি নিয়ে নির্দিষ্ট করে কোনও সিদ্ধান্ত হয়নি। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে পর্যালোচনা চলছে বলে সূত্রের খবর। নিউ টাউনে একটি জায়গা এর জন্য আপাতত চিহ্নিত করে রাখা হয়েছে। যদি সব দিক থেকে ছাড়পত্র মেলে, তা হলে সেখানে বৈদ্যুতিক চুল্লি তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউ টাউনের ওই কবরস্থানে শুধু নিউ টাউনের বাসিন্দারাই নন, বিভিন্ন জায়গার বাসিন্দারা তাঁদের পোষ্যকে সমাধিস্থ করেছেন। বাসিন্দাদের একাংশের কথায়, পোষ্যেরা তাঁদের সন্তানের মতো। কিন্তু পোষ্যদের সমাধিস্থ করার মতো জায়গা শহরে বিশেষ নেই। নিউ টাউনে যে পরিকাঠামো রয়েছে, প্রয়োজনে তা সম্প্রসারিত করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তাঁরা।