Death

বন্ধুদের সঙ্গে কাজে গিয়ে মৃত্যু কিশোরের

যাদের সঙ্গে কেটারিংয়ের কাজে গিয়েছিল অ্যান্টনি, সেই বন্ধুদের সঙ্গেও পুলিশ কথা বলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০২:২১
Share:

অ্যান্টনি বেহেরা

এক স্কুলপড়ুয়া ছাত্রের মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অ্যান্টনি বেহেরা (১৭) নামে ওই স্কুলপড়ুয়া নরেন্দ্রপুর থানার খুড়িগাছি এলাকার আমবাগানের বাসিন্দা। শনিবার দুপুরে সে ভবানীপুরের গাঁজা পার্ক এলাকায় বন্ধুদের সঙ্গে কেটারিংয়ের কাজে গিয়েছিল। সন্ধ্যার পরে অ্যান্টনি সেখানে অসুস্থ হয়ে পড়ে। তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

যাদের সঙ্গে কেটারিংয়ের কাজে গিয়েছিল অ্যান্টনি, সেই বন্ধুদের সঙ্গেও পুলিশ কথা বলেছে। পুলিশ আধিকারিকেরা জানান, বন্ধুরাই অ্যান্টনিকে একটি ক্যাবে চাপিয়ে হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

পুলিশ অ্যান্টনির পরিবারের সঙ্গে কথা বলে জেনেছে, ছেলেবেলায় তার মা মারা যান। অ্যান্টনি তার জেঠু ও জেঠিমার কাছেই বড় হয়েছে। স্থানীয় নয়াবাদ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। সংসারে আর্থিক অনটন থাকায় লেখাপড়ার পাশাপাশি নানা অনুষ্ঠান বাড়িতে অ্যান্টনি খাবার পরিবেশনের কাজ করত।

অ্যান্টনির পরিজনেদের প্রশ্ন, ভবানীপুরে অসুস্থ হওয়ার পরে কেন স্থানীয় কোনও হাসপাতাল কিংবা নার্সিংহোমে তাকে ভর্তি করা হল না? কেন অ্যান্টনিকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হল? তাঁরা অ্যান্টনির বন্ধুদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।

তবে সোনারপুর গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যান্টনি খিচুড়ি খেয়েছিল। কোনও ভাবে সেই খিচুড়ি তার শ্বাসনালীতে আটকে যায়। সেই কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement