হটমিক্স প্লান্ট পরিবেশবান্ধব করবে পুরসভা

পরিবেশ আদালত রায় দিয়েছে হটমিক্সের প্লান্ট হতে হবে পরিবেশ বান্ধব। তা নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে হটমিক্স তৈরির কাজ। পরিবেশ আদালতের নির্দেশ মেনে নিজেদের দু’টি হটমিক্স প্লান্টকে পরিবেশবান্ধব করে তুলতে চাইছে। 

Advertisement

অনুপ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ০১:১৮
Share:

পরিবেশ আদালত রায় দিয়েছে হটমিক্সের প্লান্ট হতে হবে পরিবেশ বান্ধব। তা নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে হটমিক্স তৈরির কাজ। পরিবেশ আদালতের নির্দেশ মেনে নিজেদের দু’টি হটমিক্স প্লান্টকে পরিবেশবান্ধব করে তুলতে চাইছে।

Advertisement

পুরকর্তারা জানান, দক্ষিণ কলকাতার গ়রাগাছা এবং বেলেঘাটার পামারবাজারে কলকাতা পুরসভার হটমিক্স প্লান্ট রয়েছে। দু’টিকেই পরিবেশবান্ধব করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি পুর কমিশনার খলিল আহমেদের উপস্থিতিতে পুর অফিসারদের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়।

পাথরকুচি, বালি, চূন ও বিটুমিন দিয়ে বানানো হয় হটমিক্স। কলকাতা শহরে তিন হাজার কিলোমিটারের বেশি রাস্তা রয়েছে। যার সিংহভাগই সারাইয়ের কাজে ওই হটমিক্স প্রয়োজন বলে পুরকর্তারা জানান। মেয়র পারিষদ (রাস্তা) রতন দে বুধবার বলেন, ‘‘নানা কারণে সারা বছরই চলে গর্ত বোজানো, নতুন রাস্তা বানানো-সহ প্রলেপ দেওয়ার কাজ। যা হটমিক্স ছাড়া অসম্ভব।’’

Advertisement

পরিবেশবান্ধব প্লান্ট তৈরি করতে ইতিমধ্যেই প্রকল্প রিপোর্ট (ডিপিআর) বানাতে বলা হয়েছে পুরসভার রোডস মেকানিক্যাল দফতরকে। রাস্তা সারাইয়ের কাজে পাশেই আগুন জ্বালিয়ে তৈরি করা হয় ওই মিশ্রণ। হটমিক্স তৈরির ফলে বাতাসে দূষণ বাড়ার বিষয়টি পরিবেশ আদালত জানিয়েছে। আধিকারিকেরা জানান, পরিবেশবান্ধব করতে হলে হটমিক্স কারখানায় নির্গত বিষাক্ত গ্যাস ‘অ্যারেস্ট’ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা চলছে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্রের মতে, ‘‘হটমিক্স তৈরির সময়ে বাতাসে কার্বন ডাই-অক্সাইড এবং কার্বন মোনোঅক্সাইড নির্গত হয়, যা বায়ু দূষণ করে। শীতে পরিবেশের পক্ষে তা আরও অস্বস্তিকর হয়।’’ নবান্নের অনুমোদন নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এ নিয়ে নির্দেশিকাও করেছে।

বৃহস্পতিবার পুরসভা-সহ কেএমডিএ ও অন্যান্য সংস্থার ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক হয়। রতনবাবু জানান, সেখানে একটি সংস্থা বিকল্প হিসেবে ঠান্ডা মিশ্রণ (কোল্ড মিক্স) ব্যবহারের গুণাগুণ প্রোজেক্ট মেশিনে দেখিয়েছে। সংস্থাটির দাবি, কয়েকটি রাজ্যে রাস্তা তৈরিতে তা ব্যবহার করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement