শ্যুটিংয়ের জন্য মুম্বই থেকে কলকাতায় এসে মৃত্যু হল এক টেকনিশিয়ানের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সাহেব আলম (২৭)। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের ধর্মপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে অনুষ্কা শর্মা ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘পরী’ সিনেমার শ্যুটিং চলছে কলকাতা ও তার আশপাশের এলাকায়। মঙ্গলবার রাতে লেদার কমপ্লেক্স থানা এলাকার ভোজেরহাট কোড়লবেড়িয়া অঞ্চলে সিনেমাটির ক্লাইম্যাক্সের শ্যুটিং চলছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন সাহেব।
সিনেমার ইউনিট সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বৃষ্টি হওয়ায় প্রোডাকশনের তরফে সকলকে নীল গামবুট দেওয়া হয়েছিল। মৃত যুবকের সহকর্মীরা জানান, সাহেব সেই জুতো পরেননি। পাশাপাশি বৃষ্টিতে ভেজা জামা ও হাতমোজা পরেই ইলেক্ট্রিকের কাজ করতে গিয়েছিলেন তিনি। রাত সাড়ে ন’টা নাগাদ আলোর তার কাটতে যাওয়ার সময় সাহেব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সাহেবকে মৃত বলে ঘোষণা করেন।
ইউনিটের সদস্যদের একাংশ মনে করছেন, সাহেবের অসাবধানতার জেরেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। সেই সময় ঘটনাস্থলে ছিলেন অনুষ্কা এবং পরমব্রত। দুর্ঘটনার পরেই শ্যুটিং স্পট ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। আচমকা এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় ইউনিটের বাকি সদস্যদের মধ্যে। শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়। বুধবারও শ্যুটিং বাতিল করা হয়েছে বলে খবর। পুলিশ জানায়, সিনেমার শ্যুটিং দেখার জন্য সকাল থেকেই উৎসাহীরা ভিড় জমিয়েছিলেন। রাতে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, পাশাপাশি ভিড়ও বেড়ে যায়। বাড়তি পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার ময়না তদন্তের পরে সাহেবের দেহ পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।