মহানায়ক উত্তমকুমার স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ। — ফাইল চিত্র।
মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলেন প্রবীণ। দেখেই ট্রেন থামিয়ে দিলেন মোটরম্যান। তাঁর এবং মেট্রো কর্মীদের তৎপরতায় ওই ব্যক্তির প্রাণ বাঁচল। কলকাতার মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনে সোমবার সকালের ঘটনা।
মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ১১টা ৩ মিনিট নাগাদ টালিগঞ্জের মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের ডাউন প্লাটফর্মে ঝাঁপ দেন ৫৮ বছরের ওই প্রবীণ। তখন স্টেশনে ঢুকছিল মেট্রো। প্রবীণকে লাইনে পড়ে থাকতে দেখে চালক থামিয়ে দেন ট্রেন। রেলসুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং স্টেশনের কর্মী দ্রুত লাইন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে স্টেশন সুপারের ঘরে নিয়ে যাওয়া হয়।
লাইনে পড়ে যাওয়ার কারণে অল্প চোট পেয়েছেন ওই ব্যক্তি। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা ১১টা ৩৫ মিনিটে রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হয়েছে মেট্রোর তরফে।