—ফাইল চিত্র।
টাকার ব্যবস্থা না হলে শহরে ভেজাল খাবার প্রতিরোধের অভিযান বন্ধ করে দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল কলকাতা পুর প্রশাসন। রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও এনেছিলেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। সেই তিনিই শুক্রবার জানান, সংশ্লিষ্ট দফতরের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, অর্থ বরাদ্দ করা হবে এই কাজে। এর জন্য পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে নির্দিষ্ট প্রস্তাব পাঠাতে হবে।
পুর স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ফুড লাইসেন্স ফি বাবদ বছরে সাত কোটিরও বেশি টাকা আয় করে পুরসভা। যেহেতু পুরসভার ভেজাল দফতর রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনের অধীনে, তাই কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী তা জমা করতে হয় রাজকোষে। অতীনবাবুর কথায়, ‘‘গত আর্থিক বছরে ভেজাল প্রতিরোধের জন্য দু’কোটি ৭৫ লক্ষ টাকার একটি বাজেট তৈরি করে পাঠানো হয়েছিল খাদ্য সুরক্ষা কমিশনে। সাড়া মেলেনি। সে কথা অর্থ দফতরেও জানানো হয়েছিল।’’ এ দিন অবশ্য মেয়র পারিষদ জানান, খাদ্য সুরক্ষা থেকে পুরসভার কমিশনারের কাছে একটি চিঠি এসেছে। তাতে জানানো হয়েছে ভেজাল প্রতিরোধের পরিকাঠামো বাবদ টাকা কী ভাবে পাওয়া যাবে। নবান্ন সূত্রের খবর, রাজ্য অর্থ দফতর ওই টাকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে টাকা খরচের খুঁটিনাটি জানিয়ে প্রস্তাব পাঠাতে হবে পুরসভাকে। বরাদ্দ মিলবে সে সব দেখেই।