ছবি সংগৃহীত।
প্রারম্ভিক ৫ টাকা ভাড়ার গণ্ডি পেরোতে পারল না ইস্ট-ওয়েস্ট মেট্রোও।
বর্তমান মেট্রোর চেয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সার্বিক পরিকাঠামো অনেক আধুনিক। তা-ও সেখানে প্রথম ২ কিলোমিটারের জন্য ভাড়া থাকছে পাঁচ টাকাই। পরের ধাপগুলিতে অবশ্য বর্তমান মেট্রোর তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হবে যাত্রীদের। বুধবার মেট্রোর তরফে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
মেট্রোকর্তাদের একাংশ মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে জনমানসে ভাড়া বৃদ্ধির বিরূপ প্রভাব এড়াতেই প্রারম্ভিক ভাড়া পাঁচ টাকায় বেঁধে রাখা হল। কারণ, শুরু থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ন্যূনতম ভাড়া ১০ টাকা করার পক্ষে সওয়াল করে আসছিলেন মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, শেষ পর্যন্ত ভাড়ার বিষয়টি রেল বোর্ডের সম্মতিতেই ঠিক হয়েছে।
কেমন হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার কাঠামো? মেট্রো সূত্রের খবর, প্রথম ২ কিলোমিটার দূরত্ব যেতে গেলে দিতে হবে ৫ টাকা। পরের ধাপে ২-৫ কিলোমিটার দূরত্বের জন্য ১০ টাকা। তৃতীয় ধাপে ৫-১০ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া ধার্য হয়েছে ২০ টাকা। ১০ কিলোমিটার থেকে সাড়ে ১৬ কিলোমিটার পর্যন্ত ভাড়ার হার ঠিক হয়েছে ৩০ টাকা।
বর্তমান মেট্রোয় অবশ্য পাঁচ টাকায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাওয়া যায়। পরের ধাপে ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১০ টাকা। তৃতীয় ধাপে ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত যেতে ভাড়া দিতে হয় ১৫ টাকা। তার পরে ১৫ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ২০ টাকা। শেষ ধাপে ২৫ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ভাড়া ২৫ টাকা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো পথের দূরত্ব সাড়ে ১৬ কিলোমিটার। প্রথম পর্বে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্য়ন্ত ছ’কিলোমিটার দূরত্বে মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা। ওই দূরত্বে সর্বাধিক ভাড়া পড়বে ২০ টাকা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত সব ধরনের বিকল্প পরিবহণের ভাড়ার তালিকা চেয়েছিল রেল বোর্ড। তার সঙ্গে সাযুজ্য রেখে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া ঠিক করেছে তারা। আমরা সেই নির্দেশ মেনে চলব।’’