Kolkata Metro

অফিস টাইমে ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা, নাকাল যাত্রীরা

ব্যস্ততম সময়ে মেট্রো পরিষেবায় বিপত্তি দেখা দেওয়ায় বহু যাত্রী তাঁদের ক্ষোভ উগরে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৮
Share:

এ ভাবেই নাকাল হন যাত্রীরা।—ফাইল চিত্র।

যান্ত্রিক গোলযোগের জেরে ফের থমকে গেল কলকাতার মেট্রো পরিষেবা। তার জেরে অফিস টাইমে ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।

Advertisement

বৃহস্পতিবার সকালপ্রায় ১১টা ১২ মিনিট। দমদমমুখী একটি নন এসি রেক কবি সুভাষ স্টেশনে ঢোকার মুখে আচমকাই দাঁড়িয়ে যায়। মেট্রোর তরফে জানানো হয়, লাইনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তার জেরেই সমস্যা হচ্ছে। গোলযোগ খতিয়ে দেখতে তড়িঘড়ি এগিয়ে আসেন মেট্রো কর্মীরা। বেশ খানিক ক্ষণের চেষ্টাতেও সমস্যার সমাধান করতে পারেননি তাঁরা। তার জেরে আটকে পড়ে দমদম থেকে আসা বেশ কয়েকটি রেকও। শহিদ ক্ষুদিরাম স্টেশনের পেরিয়ে লাইনের উপরই আটকে রাখা হয় সেগুলিকে।

অন্য দিকে, সমস্যার সমাধান না মেলায়, মেট্রোর ওই রেকটিকে কোনওরকমে কারশেডের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নির্দেশ দেওয়া হয়, উল্টো দিকের প্ল্যাটফর্মে যাওয়ার। আগে থেকেই সেখানে মেট্রোর একটি এসি রেক দাঁড়িয়েছিল। তাতে উঠবেন বলে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মের দিকে যেতেতাড়াহুড়ো শুরু করেন যাত্রীরা। সাবওয়ের ভিড় সামলে যখন উল্টোদিকের প্ল্যাটফর্মে তাঁরা পৌঁছন, তখন দাঁড়িয়ে থাকা ওই রেকটি দরজা বন্ধ অবস্থাতেই শহিদ ক্ষুদিরামের দিকে চলতে শুরু করে বলে অভিযোগ। যাত্রী ছাড়াই রেকটি কেন রওনা দিল, প্ল্যাটফর্মে মোতায়েন থাকা পুলিশ ও মেট্রোকর্মীদের জিজ্ঞাসা করেও তার সদুত্তর মেলেনি। কিছু ক্ষণ পর ওই প্ল্যাটফর্মে একটি নন এসি রেক স্টেশনে এসে পৌঁছয়। ১১টা বেজে ৪৪ মিনিটে যাত্রীদের নিয়ে দমদমের উদ্দেশে রওনা দেয় সেটি।

Advertisement

আরও পড়ুন: রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমতে পারে গৃহঋণে সুদের হার​

আরও পড়ুন: আর্থিক তছরুপের অভিযোগে আজ ফের রবার্ট বঢরাকে জেরা করবে এনফোর্সমেন্ট​

ব্যস্ততম সময়ে মেট্রো পরিষেবায় বিপত্তি দেখা দেওয়ায় বহু যাত্রী তাঁদের ক্ষোভ উগরে দেন। এ বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, দমদমগামী মেট্রো লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সে জন্য মেট্রো চলাচল কিছু ক্ষণের জন্য বিঘ্নিত হয়। তবে, এই মুহূর্তে মেট্রো চলাচল ফের স্বাভাবিক হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement