ফাইল চিত্র।
পয়েন্ট বিভ্রাটের জেরে বুধবার দুপুরে প্রায় ৪০ মিনিট ধরে মেট্রো চলাচল ব্যাহত হল নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে। এ দিন বেলা ১২টা ১০ মিনিট নাগাদ নোয়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন আপ লাইনে পয়েন্ট বিভ্রাটের বিষয়টি নজরে আসে, যার জেরে দক্ষিণেশ্বর থেকে দমদমের দিকে কোনও ট্রেন আসতে পারেনি। একই ভাবে দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকেও কোনও মেট্রো যেতে পারেনি। প্রায় ৪০ মিনিট পরে সমস্যা মিটলে ১২টা ৫০ মিনিট নাগাদ কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে ফের মেট্রো চলাচল শুরু হয়। মাঝের সময়ে কবি সুভাষ ও দমদমের মধ্যে মেট্রো চলাচল করে।
প্রায় ৪০ মিনিট ধরে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকায় উত্তর শহরতলির অসংখ্য যাত্রী সমস্যায় পড়েন। তবে, দুপুরের দিকে হওয়ায় ওই সময়ে ভিড় তুলনায় কম ছিল। সকালের ব্যস্ত সময়ে হলে যাত্রীদের হয়রানি অনেকটাই বেশি হত বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।
প্রযুক্তিগত ভাবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত মেট্রোপথের প্যানেল কিছুটা আধুনিক এবং ভিন্ন প্রকৃতির।
এর আগেও একাধিক বার ওই পথে নানা কারণে পয়েন্ট বিভ্রাটের ঘটনা ঘটেছে। তবে, এ দিন ঠিক কী কারণে ওই বিভ্রাট ঘটল, তা এখনও স্পষ্ট নয়।