ফের বিভ্রাট মেট্রোয়। ফাইল চিত্র
মেট্রোয় দুর্ভোগ চলছেই। একই দিনে দু’বার মেট্রোর দারজায় যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা।
শনিবার প্রথম ঘটনাটি ঘটে নেতাজি ভবন স্টেশনে। তখন বিকেল ৩টে ৫৪মিনিট। কবি সুভাষগামী এসি রেকের যাত্রীরা স্টেশনে নামার সময় লক্ষ্য করেন একটি কামরার দরজা খুলছে না। চালকেরও বিষয়টি নজর এড়ায়নি। যান্ত্রিক ত্রুটির বিষয়টি সঙ্গে সঙ্গেই খতিয়ে দেখেন মেট্রো কর্তৃপক্ষ। সমস্যার সমাধান না হওয়ায়, শেষ পর্যন্ত ওই রেকটি খালি করে দেওয়া হয়। পরে ৪টে ১১ মিনিটে অন্য একটি মেট্রো যাত্রীদের নিয়ে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে রওনা দেয়।
আরও পড়ুন:বাঙালি মেয়েদের বহুগামী বলে যৌনকর্মীদের সঙ্গে তুলনা! অভিযুক্ত যুবক
আরও পড়ুন: এর পরে কার পালা! প্রমাদ গুনছেন পুরসভার কর্তারা
দ্বিতীয় ঘটনাটি ঘটে তার কিছু পরেই। বিকেল ৪টে ৩৩ মিনিট নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে রেকটি ঢোকার পর দু’টি দরজা বন্ধ না হওয়ায় বিপত্তি ঘটে। এ ক্ষেত্রেও যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তার পর তাদের ৪টে ৪২মিনিট নাগাদ অন্য একটি মেট্রোতে করে গন্তব্যে পাঠানো হয়।
এই দু’টি ঘটনাতেই যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, প্রতি দিনই দরজা নিয়ে সমস্যা দেখা দিচ্ছি। এ ভাবে এর আগে এক যাত্রীরও মৃত্যু হয়েছে। সম্প্রতি দমদম থেকে দরজা খোলা অবস্থাতেই কবি সুভাষ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে যাত্রীদের। পরিষেবা একেবারে তলানিতে নেমে গিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। তবে এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে, তাঁর মোবাইল সুইচড অব পাওয়া যায়।