ইস্ট-ওয়েস্টে গতি ফেরাতে

রেল বোর্ডের নির্দেশে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে গতি ফেরাতে এ বার নড়েচড়ে বসল কলকাতা মেট্রোও। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার এ কে কপূর পদাধিকারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (কেএমআরসি-র) চেয়ারম্যানও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪০
Share:

রেল বোর্ডের নির্দেশে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে গতি ফেরাতে এ বার নড়েচড়ে বসল কলকাতা মেট্রোও। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার এ কে কপূর পদাধিকারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (কেএমআরসি-র) চেয়ারম্যানও। সেই সুবাদে বৃহস্পতিবার তিনি কেএমআরসি-র এম ডি ও আধিকারিকদের নিয়ে যৌথ ভাবে প্রকল্পের যাত্রাপথ পরিদর্শন করেন। রেল সূত্রের খবর, এখনও কোথায় বাধা রয়েছে এবং সেগুলির সমাধান খুঁজে দেখতেই হাওড়া ময়দান, হাও়ড়া স্টেশন, এসপ্ল্যানেড মেট্রো, শিয়ালদহ, ফুলবাগান এবং বাইপাসের উড়ালপুলের অংশ খতিয়ে দেখেন ওই অফিসারেরা। এ নিয়ে রেল মন্ত্রকও এ বার সিদ্ধান্তে পৌঁছতে চায়। তাড়াতাড়ি কাজ শুরু করতে আগামী সপ্তাহে কেএমআরসি-র কর্তাদের বৈঠকে ডেকেছেন কলকাতা মেট্রোর জিএম। মেট্রো সূত্রের খবর, বৈঠকে প্রকল্পের পুরনো ও নতুন যাত্রাপথ নিয়ে বির্তকের বিষয়ে আলোচনা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement