পুরসভায় বিজেপি-র দলনেত্রী মীনাদেবী

পুরভোটের ফল ঘোষণার চার মাস পরে কলকাতা পুরসভায় দলনেতা বাছল বিজেপি! দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ সোমবার জানান, মীনাদেবী পুরোহিতকে পুরসভার কাউন্সিলরদের নেত্রী করা হয়েছে। সুনীতা ঝাওয়ারকে করা হয়েছে দলের মুখ্য সচেতক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০২:৫৪
Share:

পুরভোটের ফল ঘোষণার চার মাস পরে কলকাতা পুরসভায় দলনেতা বাছল বিজেপি! দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ সোমবার জানান, মীনাদেবী পুরোহিতকে পুরসভার কাউন্সিলরদের নেত্রী করা হয়েছে। সুনীতা ঝাওয়ারকে করা হয়েছে দলের মুখ্য সচেতক। এ ছাড়া দলীয় কাউন্সিলরদের সম্পাদক এবং মুখপাত্র করা হয়েছে যথাক্রমে বিজয় ওঝা এবং অসীম বসুকে। কলকাতায় পুরভোটে জিতেছিলেন বিজেপি-র ৭ জন। পরে এক জন দলত্যাগ করায় এখন সেখানে বিজেপি-র ৬ কাউন্সিলর রয়েছেন। রাহুলবাবু বলেন, ‘‘নানা কারণে নেতা বাছতে দেরি হয়েছে।’’ তবে বিজেপি সূত্রের খবর, দলে নবাগত কাউকে দলনেতা করা হলে পুরনো কাউন্সিলররা রুষ্ট হতে পারেন এবং বিপরীতটা হলে নতুন কাউন্সিলরদের কেউ কেউ দল ছা়ড়তে পারেন— এই আশঙ্কাতেই দলের এই সিদ্ধান্তে এত দেরি হল।

Advertisement

রাহুলবাবু এ দিন আরও জানান, আগামী বুধ ও বৃহস্পতিবার হাওড়ার সালকিয়ার কৃষ্ণা ভবনে বিজেপি-র প্রশিক্ষণ শিবির হবে। সেখানে রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ-পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ ও সুরেশ পূজারী এবং সাধারণ সম্পাদক মুরলীধর রাও থাকবেন। প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement