চিকিৎসক দেবাংশী সাহা।
কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ম ভেঙে টসিলিজুমাব ইঞ্জেকশন নেওয়ায় অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে স্বাস্থ্য ভবন। মেডিক্যাল কলেজের সিসিইউ থেকে করোনার ২৬টি জীবনদায়ী ইঞ্জেকশন নেওয়ার অভিযোগ রয়েছে দেবাংশীর বিরুদ্ধে। এই ইঞ্জেকশনের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
ইঞ্জেকশন কাণ্ডে সিসিইউ-এর সিস্টার ইনচার্জের সঙ্গে দেবাংশীর কথোপকথন নেটমাধ্যমে ফাঁস হতেই হইচই পড়ে যায়। ঘটনার সত্যতা যাঁচাই করতে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি তদম্ত কমিটি গঠন করেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ৩ চিকিৎসককে নিয়ে উচ্চ পর্যায়ের তদম্ত শুরু হয় স্বাস্থ্য ভবনের নির্দেশে।
প্রেসক্রিপশনের বদলে প্যাথলজি ফর্মে কী ভাবে টসিলিজুমাব ইঞ্জেকশন দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে হাসপাতালের নিয়ম না মেনে টসিলিজুমাব নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। রিপোর্টের ভিত্তিতেই বিভাগীয় পদক্ষেপের সিদ্ধান্ত বলে জানান এক স্বাস্থ্যকর্তা।