বড়বাজারে থাকবে দমকলের এই দু’টি ইঞ্জিন। শুক্রবার। — নিজস্ব চিত্র
কাছাকাছি দমকল কেন্দ্র নেই যে সমস্ত ব্যস্ত এলাকায়, এ বার সেখানেও অগ্নি সুরক্ষায় প্রস্তুত থাকবে দমকল। এই পরিকল্পনা থেকেই শুক্রবার বড়বাজারে উত্তর বন্দর থানার কাছে দমকলের দু’টি গাড়ি স্থায়ী ভাবে রাখার ব্যবস্থা করেন দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। গাড়ির পাশাপাশি এই এলাকায় দমকল বাহিনীও তৈরি থাকবে বলে জানা গিয়েছে।
দমকল দফতর সূত্রে খবর, শহরে এমন অনেক স্থান রয়েছে যা ব্যবসা-বাণিজ্য ও বসত এলাকা হিসেবে খুবই জমজমাট এবং একই সঙ্গে খুব ঘিঞ্জিও। অথচ সব জায়গায় কাছাকাছি দমকল কেন্দ্র নেই। আর দমকলের গাড়ি ঢোকা-বেরনোয় সমস্যা থাকালে তো যে কোনও অগ্নিকাণ্ডে ভীষণ অসুবিধা পড়তে হয় স্থানীয় বাসিন্দা ও পুলিশ-প্রশাসনকে। চলতে থাকে একে অপরকে দোষারোপ করার প্রবণতা। মেয়র জানান, ঠিক এই ভাবেই বড়বাজার-সহ খিদিরপুর, মেটিয়াবুরুজ ও শিলিগুড়ির হিলকার্ট রোড এলাকায় আগুন লাগলে সমস্যায় পড়তে হয় দমকলকে। সে সব ভেবেই ব্যস্ত এলাকায় কাছাকাছি দমকলের গাড়ি রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বড়বাজার দিয়ে এই পরিকল্পনার সূচনা হল। আগামীতে অন্য এলাকাগুলিতেও রাখা হবে দমকলের গাড়ি।
শুক্রবারের অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, শহরের রাস্তায় দমকলের জন্য গ্রিন চ্যানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ ওই গাড়ি যে পথে যাবে, সেখানে কোনও লাল সিগন্যাল থাকবে না। আগুন লাগলে যাতে দমকল দ্রুত পৌছতে পারে, তাই এই ব্যবস্থা বলে জানান শোভনবাবু। তিনি জানান, এ নিয়ে পুলিশ ও দমকলের বৈঠক হবে।