Kolkata Tram

ট্রাম নিয়ে আদালত রায় দিলেই ট্রাম ট্র্যাক তুলে রাস্তা সংস্কার হবে, জানালেন মেয়র ফিরহাদ

শহর ক্রমশ গতিশীল হচ্ছে। আর সেই গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় রাজ্য সরকার শহর কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২০:০২
Share:

কলকাতার ট্রামের ভবিষ্যৎ কী? —ফাইল ছবি।

ট্রাম ট্র্যাক তুলে রাস্তা সংস্কারের দাবি তুলে প্রশ্ন করেছিলেন তৃণমূল কাউন্সিলর। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম নিয়ে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ বলেন, ‘’১০ বছরের বেশি সময় সময় ধরে রাজাবাজার-বাবুঘাট-সহ যে সমস্ত রুটে ট্রাম চলাচল হচ্ছে না, সেই সমস্ত রুটে রক্ষণাবেক্ষণের অভাবে ট্রাম ট্র্যাক ও তার সংলগ্ন রাস্তাগুলির অবস্থা খুব খারাপ। যার ফলে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে, বর্ষাকালে স্কুটার বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।’’ তিনি আরও বলেন, ‘‘যে সমস্ত রুটে ট্রাম চলাচল করছে না, সেই সমস্ত রুটে ট্রাম ট্র্যাক কত দিনের মধ্যে তোলার কাজ সম্পূর্ণ হবে? ট্র্যাক তোলা ও সংশ্লিষ্ট মেরামতির কাজই বা কত দিনের মধ্যে শেষ হবে? আর ট্র্যাক তোলার পর রাস্তা সংস্কারের দায়িত্ব কার?’’

Advertisement

জবাবে মেয়র বলেন, ‘‘কলকাতা শহর দিন দিন গতিশীল হচ্ছে। আর ট্রামের মতো যানবাহন সেই তালের সঙ্গে চলতে পারছে না। আমরা কেবলমাত্র একটি রুটে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু, বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আদালতে মামলাটির নিষ্পত্তি হলেই কলকাতা ট্রাম কোম্পানি ট্রাম ট্র্যাক তোলার কাজ করবে। তার পরেই রাস্তা সংস্কারের কাজ করবে কলকাতা পুরসভা।’’

শহর ক্রমশ গতিশীল হচ্ছে। আর সেই গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় রাজ্য সরকার শহর কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র জয় রাইড হিসাবে ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত ঐতিহ্যবাহী এই যান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। আর সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। কলকাতা হাই কোর্টে সেই মামলা চলছে। তাই ট্রাম নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement