ATM

এটিএম জালিয়াতিতে গয়া গ্যাং-এর পাণ্ডা গ্রেফতার

জালে পড়ল এটিএম জালিয়াতির মূল পাণ্ডা। মঙ্গলবার বিহারের গয়ার ফতেপুর থেকে আতাউল্লা খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। কলকাতায় বিভিন্ন জায়গায় ধৃতের বিরুদ্ধে পাঁচটি মামলাও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ২০:০৪
Share:

গয়া গ্যাংয়ের মাথা এই আতাউল্লা খান। নিজস্ব চিত্র

জালে পড়ল এটিএম জালিয়াতির মূল পাণ্ডা। মঙ্গলবার বিহারের গয়ার ফতেপুর থেকে আতাউল্লা খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। কলকাতায় বিভিন্ন জায়গায় ধৃতের বিরুদ্ধে পাঁচটি মামলাও রয়েছে।

Advertisement

কিছু দিন আগেই এই গয়া গ্যাং-এর দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডার নাম জানতে পারেন গোয়েন্দারা। অভিনব কায়দায় এটিএম জালিয়াতির ফাঁদ পেতে ছিল এই চক্র।

জালিয়াতদের প্রধান টার্গেট ছিল বয়স্ক গ্রাহকেরা। প্রবীণদের মধ্যে অনেকেই এটিএম ব্যবহারের নিয়মকানুন জানেন না। কিন্তু। টাকা তুলতে হলে তাঁদের অনেক সময় এটিএম কার্ড ব্যবহার করতেই হয়। এমন গ্রাহকদেরই টার্গেট করত নতুন এই চক্র।

Advertisement

আরও পড়ুন: দমদমে ঝাঁপ, কবি নজরুলে এসি রেক বিকল, দুর্ভোগে মেট্রো যাত্রীরা

এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কারা সমস্যায় পড়ছেন, দূর থেকে তা নজর রাখত জালিয়াতরা। পরিস্থিতি বুঝে টাকা তোলার অছিলায় এটিএমের ভিতর ঢুকে পড়ত জালিয়াতরা। সাহায্য করার নামে হাতের কারসাজিতে নকল ‘স্কিমার মেশিন’-এ কার্ডে থাকা তথ্য হাতিয়ে নিত জালিয়াতরা। পরে নকল কার্ড বানিয়ে গ্রাহকদের টাকা আত্মসাৎ করতে এই চক্র।

কয়েক মাস আগে রোমানীয় এবং নাইজেরিয়ান গ্যাং-এর বেশ কয়েক জন এটিএম জালিয়াতকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: বর্ষবরণের রাতে তরুণীকে হেনস্থা, বোন এবং হবু স্বামীকে বেধড়ক মার, গ্রেফতার ৬

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement