লেলিহান: জ্বলছে রাসায়নিক ভর্তি সেই কারখানা। সোমবার। নিজস্ব চিত্র
আগুনে ভস্মীভূত হয়ে গেল কারখানা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আটটা নাগাদ হাওড়ার বাঁকড়ার কবরপাড়ায়।
দমকল সূত্রের খবর, দোতলা পাকাবাড়ির উপরে কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি হয়েছিল আরও একটি তলা। সেখানেই চলছিল গেঞ্জি, জিনস্ ওয়াশের কারখানা। এই কাজের জন্য প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত ছিল। ফলে দাহ্য বস্তুতে ঠাসা কারখানায় আগুন দ্রুত ছ়ড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।
এ দিন ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় দাউদাউ করে জ্বলছে দোতলার ছাদের ওই কারখানাটি। দূর থেকে দেখা যাচ্ছিল সেই আগুন। রাসায়নিক ভর্তি ড্রাম তখন সশব্দে ফাটছে। জ্বলন্ত কাঠামোগুলি একে একে ভেঙে পড়ছে পাশের বাড়িগুলিতে। আতঙ্কিত বাসিন্দারা ততক্ষণে একে একে
বেরিয়ে এসেছেন।
পুলিশ সূত্রে জানি গিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার খবর যায় দমকলে। কিন্তু তার আগেই স্থানীয় বাসিন্দারা পাশের পুকুরে পাম্প বসিয়ে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করেন। কিন্তু দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও সরু গলিতে ঢুকতে পারছিল না সেগুলি। অবশেষে রিলে সিস্টেমে জল নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল।
বাসিন্দা মহম্মদ ইকবাল বলেন, ‘‘তিনতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে কারখানার মালিককে খবর দিই। তিনিই দমকলে খবর দেন। কিন্তু দ্রুত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’’ অন্য বাসিন্দারা জানান, দাহ্য বস্তুতে ঠাসা থাকায় কারখানাটি ঘণ্টা দেড়েকের মধ্যে পুড়ে যায়।
দমকলের সূত্রে খবর, কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাই ছিল না। এমনকী জলের ব্যবস্থাও নেই। দমকলের এক কর্তা জানিয়েছেন, কোনও অগ্নিসুরক্ষা বিধি না মানায় দমকলের পক্ষ থেকে মালিককে যাবতীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে।