Bidhannagar Municipality

বিধাননগরে সারাই হয়নি ঝড়ে ভাঙা বাতিস্তম্ভ

৪০ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তায় পর্যাপ্ত পরিমাণে আলো নেই বলেই অভিযোগ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ০১:৪১
Share:

ছবি: সংগৃহীত

এখনও বিধাননগর পুর এলাকার বেশ কিছু জায়গায় পর্যাপ্ত আলো নেই। বাসিন্দাদের অভিযোগ, এ নিয়ে বিশেষ হেলদোল নেই প্রশাসনের। পুরসভার অবশ্য দাবি, নতুন করে এলইডি আলো লাগানো হচ্ছে। যে সব জায়গায় সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে তা মেটানো হবে।

Advertisement

বাসিন্দাদের কথায়, পুর এলাকার কোথাও কোথাও আরও আলোর প্রয়োজন। যেমন, ৪০ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তায় পর্যাপ্ত পরিমাণে আলো নেই বলেই অভিযোগ।

সিসি, সিডি, ইসি-সহ একাধিক ব্লক সংলগ্ন বড় রাস্তায় আলোর অভাব আছে। এ ছাড়া আমপানে গাছ পড়ে বহু বাতিস্তম্ভের ক্ষতি হয়েছিল। যার সব ক’টি এখনও মেরামত হয়নি।

Advertisement

বাসিন্দাদের কথায়, সল্টলেকে রাতে এমনিতেই লোকের যাতায়াত কমে আসে। তার মধ্যে অন্ধকার থাকলে নিরাপত্তার সমস্যা বাড়ে। স্থানীয় কাউন্সিলর তুলসী সিংহরায় জানান, শুধু তাঁর ওয়ার্ডেই নয়, একাধিক ওয়ার্ডে এই সমস্যা রয়েছে। ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এই সমস্যা রয়েছে তাঁর ওয়ার্ডেও।

অভিযোগ, সল্টলেক ছাড়াও আলোর সমস্যায় ভুগছে রাজারহাট-গোপালপুর এলাকাও। সেখানেও আমপানে ক্ষতিগ্রস্ত বাতিস্তম্ভ মেরামত করা হয়নি।

পুরসভার মেয়র পারিষদ (আলো) সুধীর সাহা জানান, এই সমস্যা সম্পর্কে পুরসভা জানে। সমস্যার সমাধানে রাজ্য সরকারও সহযোগিতা করছে। পরিকল্পনার খসড়া প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের একটি প্রকল্পের আওতায় সেই কাজ শুরুও হয়েছিল। করোনা আবহে সরকারের নির্দেশেই স্থগিত রাখতে হয়েছে। ফের তা শুরুর চেষ্টা চলছে। পাশাপাশি আমপানে ক্ষতিগ্রস্ত বাতিস্তম্ভের তালিকা তৈরি করে মেরামতি বা নতুন বাতিস্তম্ভ লাগানোর কাজ পর্যায়ক্রমে শেষ করা হবে। বর্তমান পরিস্থিতিতে শ্রমিকের অভাব-সহ বিভিন্ন কারণে কিছুটা সময় লাগছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement