রাস্তা সম্প্রসারণের জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে। —প্রতীকী চিত্র।
কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশে যাবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। শুরু হয়ে গিয়েছে সেই কাজ। রাস্তা সম্প্রসারণের জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে। কিন্তু সেই জায়গায় বসবাস করছিল একাধিক পরিবার। তাই তাদের জন্য এগিয়ে এসেছে প্রশাসন। উত্তর দমদম পুর এলাকার অন্য প্রান্তে তাদের জন্য নতুন করে ঘর তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহে সেই ঘর তাদের দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
উত্তর দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা বরাবর রাস্তা সম্প্রসারণ করা হবে। সেই চিহ্নিত করা জমির মধ্যে রয়েছে অম্বেডকর কলোনি। সেখান থেকে ৬৬টি পরিবারকে সরানো হবে। তাই তাদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
পুরসভা সূত্রের খবর, ফতুল্লাপুর মৌজায় পুনর্বাসনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে জমি পাওয়া থেকে শুরু করে ঘর তৈরির বিষয়ে রাজ্য এবং জেলা প্রশাসন সহযোগিতা করছে। ঘর তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে লটারির মাধ্যমে ঘরের চাবি ওই ৬৬টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
পুর এলাকার বাসিন্দাদের একাংশের কথায়, দুই এক্সপ্রেসওয়ের সংযুক্তিকরণের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা প্রশাসন এবং পুর প্রশাসনের যৌথ উদ্যোগে পুনর্বাসনের কাজ সম্পন্ন করা গিয়েছে।