সকাল ১১টা ২০ মিনিটে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। ফাইল চিত্র।
বেশ কিছু ক্ষণ পরিষেবা ব্যাহত হওয়ার পর সকাল ১১টা ২০ মিনিটে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকালে কালীঘাট মেট্রো স্টেশন থেকে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। এই ঘটনায় সপ্তাহের ব্যস্ত দিনে থমকে যায় মেট্রোর চাকা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলবে। আবার কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো চলবে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত। এর ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। তবে মেট্রোর তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছিল, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সেই মতোই সকাল ১১টা ২০ মিনিটে মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচলে আর কোনও অসুবিধা নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাট স্টেশনের দক্ষিণেশ্বরমুখী মেট্রো লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক প্রৌঢ়। মেট্রো লাইনের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হলেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। এই ঘটনার জেরে দু’প্রান্তের মেট্রো পরিষেবাই কিছু সময়ের জন্য থমকে যায়। দেহ উদ্ধারের পর ময়দান এবং টালিগঞ্জের মধ্যে মেট্রো লাইনে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়। তার পরই স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।