Killed

বাড়ির কাছেই গুলি করে, কুপিয়ে খুন

সম্প্রতি একটি জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিষয়ে আক্রোশের জেরেই এই খুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৯
Share:

প্রতীকী ছবি।

বাড়ির সামনে এক ব্যক্তিকে গুলি করে, কুপিয়ে খুন করল একদল দুষ্কৃতী।

Advertisement

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার চম্পাহাটির রায়পুরে। মৃতের নাম নারায়ণ বিশ্বাস (৪২)। পুলিশ জানিয়েছে, এ দিন বাজার করে ফিরে বাড়ির কাছে মাছ ধরছিলেন নারায়ণবাবু। সে সময়ে আচমকাই মুখে কাপড় বাঁধা চার দুষ্কৃতী হাজির হয়ে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। নারায়ণবাবু লুটিয়ে পড়লে তাঁকে চপার দিয়ে কোপায় তারা। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। এ দিকে, গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে পালিয়েছে চার দুষ্কৃতী। এই ঘটনায় প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি বিক্রির ব্যবসা করতেন নারায়ণবাবু। তবে তাঁর বিরুদ্ধেও অস্ত্র আইন-সহ একাধিক ধারায় বহু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই সব মামলায় নারায়ণবাবু আগে গ্রেফতারও হয়েছিলেন। তবে বর্তমানে তিনি জামিনে ছিলেন। সম্প্রতি একটি জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিষয়ে আক্রোশের জেরেই এই খুন।

Advertisement

এ দিনের ঘটনার পরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয়েরা। মাসখানেক আগে চম্পাহাটিরই হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রী অঙ্কিতা দেবনাথকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা। এ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অভিযোগ তুলে নারায়ণবাবুর দেহ আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে সোনারপুর থানা ও বারুইপুর জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন্‌স গ্রুপের অফিসারেরা দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। বারুইপুরের জেলা পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, ‘‘ব্যক্তিগত আক্রোশ থেকেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। দুষ্কৃতীদের শীঘ্রই ধরা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement