Building

Kolkata: স্ত্রীকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জীবনসুধা বিল্ডিং থেকে মরণঝাঁপ ব্যক্তির! উদ্ধার সুইসাইড নোট

পুলিশ সূত্রে খবর, বছর ৪৫’র ওই ব্যক্তির বাড়ি রিজেন্ট পার্ক এলাকায়। তবে জীবনসুধা বিল্ডিংয়ে তিনি কী করছিলেন, তা অজানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ২০:২৪
Share:

খুন না কি আত্মহত্যা, এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে সেক্সপিয়র থানার পুলিশ। প্রতীকী ছবি।

স্ত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে মরণঝাঁপ বছর ৪৫’র এক ব্যক্তির। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট এলাকার জীবনসুধা বিল্ডিংয়ে। সেক্সপিয়র সরণি থানার পুলিশ সূত্রে খবর, অকুস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ‘সুইসাইড নোট’। তবে ঠিক কত তলা থেকে উনি ঝাঁপ দিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ওই বিল্ডিংয়ের কোনও অফিসে ওই ব্যক্তি কর্মরত ছিলেন কি না সেটাও স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা।

Advertisement

ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার জীবনসুধা বিল্ডিংয়ে আসেন তিনি। ওই বিল্ডিং থেকে ঝাঁপ দেন তিনি। তার আগে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement