Dengue Situation

ডেঙ্গিতে আবার দমদমের বাসিন্দার মৃত্যু, ২৫ বছরের যুবক ভর্তি ছিলেন বেলেঘাটা আইডিতে

চলতি মরসুমে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর খবর নিয়ে বার বার শিরোনামে উঠে আসছে দমদম এলাকা। প্রশাসনও সেখানে বাড়তি তৎপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৩:৩৫
Share:

ডেঙ্গি রোগীকে মশারির ভিতরে রেখে চলছে চিকিৎসা। —ফাইল চিত্র।

চলতি মরসুমে ডেঙ্গি আর দমদম যেন সমার্থক হয়ে উঠেছে। বার বার মশাবাহিত রোগে মৃত্যুর খবর আসছে দমদম থেকে। পরিসংখ্যান সবচেয়ে খারাপ দক্ষিণ দমদমে। মঙ্গলবার আবার দমদম পুরসভা এলাকার এক বাসিন্দার মৃত্যু হল ডেঙ্গির কারণে।

Advertisement

দমদমের ২৫ বছরের যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সিদ্ধার্থ বালা। জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হাসপাতালে যুবকের মৃত্যু হয়েছে।

সিদ্ধার্থ দমদম পুরসভার উত্তর বাদরা এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার জ্বর নিয়ে বেলেঘাটা আইডিতে তাঁকে নিয়ে আসা হয়েছিল। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে।

Advertisement

চলতি মরসুমে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি দিন বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেকে। সরকারের তরফে কোনও পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে না। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা, নদিয়ায় ডেঙ্গি মারাত্মক আকার ধারণ করেছে। জেলায় বেশ কিছু এলাকাকে ডেঙ্গি হটস্পট হিসাবে চিহ্নিত করে শুরু হয়েছে মশাদমনের কাজ। প্রশাসনের তরফে ড্রোনের মাধ্যমে মশা মারার ওষুধ ছড়ানো হচ্ছে দমদমের একাধিক ওয়ার্ডে। মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। চলছে সচেতনতামূলক প্রচারও।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে নবান্নে বৈঠক হয়ে গিয়েছে। জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ডেঙ্গি রোধের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বৃষ্টি কমে যাওয়ায় ডেঙ্গির প্রকোপ কিছুটা কমবে বলে আশাবাদী তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement