‘প্রতারণা’, জেল হেফাজত

সিবিআইয়ের রুজু করা একটি জালিয়াতির মামলায় অভিযুক্ত কসবার এক বাসিন্দাকে শনিবার মুম্বই থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। বাহাদুর সিংহ কাঠোটিয়া নামে ওই ব্যক্তিকে রবিবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। এ দিন তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩২
Share:

সিবিআইয়ের রুজু করা একটি জালিয়াতির মামলায় অভিযুক্ত কসবার এক বাসিন্দাকে শনিবার মুম্বই থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। বাহাদুর সিংহ কাঠোটিয়া নামে ওই ব্যক্তিকে রবিবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। এ দিন তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে সিবিআই-এ দায়ের হওয়া একটি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে বাহাদুরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ওই আদালত। কিন্তু বারবার চেষ্টা করেও সিবিআই তাঁকে ধরতে না পারায় বিচারক বিরক্ত হয়ে কলকাতা পুলিশের ডিসি (এসএসডি)-কে বিষয়টি দেখতে নির্দেশ দেন। তাঁর নির্দেশে কসবার থানার অতিরিক্ত অফিসার-ইন-চার্জ সুবর্ণ দত্তচৌধুরী এবং সাব-ইনস্পেক্টর আনন্দ সিংহ শনিবার নভি মুম্বইয়ে বাহাদুরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement