শোভন-শপথ টাউন হলে, থাকবেন মমতা

কলকাতার মেয়র হিসেবে আগামী ৮ মে, শুক্রবার দ্বিতীয় দফায় শপথ নিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। ওই দিনই শপথ নেওয়ার কথা নতুন চেয়ারম্যান, ডেপুটি মেয়র-সহ ১২ জন মেয়র পারিষদেরও। শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বার পুরবোর্ডের শপথ গ্রহণের সময়ে রাজ্যে ক্ষমতায় আসেনি তৃণমূল। মমতা তখন রেলমন্ত্রী। সেই শপথে অবশ্য তিনি উপস্থিত ছিলেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ০১:৩৮
Share:

কলকাতার মেয়র হিসেবে আগামী ৮ মে, শুক্রবার দ্বিতীয় দফায় শপথ নিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। ওই দিনই শপথ নেওয়ার কথা নতুন চেয়ারম্যান, ডেপুটি মেয়র-সহ ১২ জন মেয়র পারিষদেরও। শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বার পুরবোর্ডের শপথ গ্রহণের সময়ে রাজ্যে ক্ষমতায় আসেনি তৃণমূল। মমতা তখন রেলমন্ত্রী। সেই শপথে অবশ্য তিনি উপস্থিত ছিলেন না।

Advertisement

গত বার এই অনুষ্ঠান হয়েছিল পুরভবনে। এ বার তা হবে টাউন হলে। কেন? মেয়রের ঘনিষ্ঠ মহলের ব্যাখ্যা, দ্বিতীয় বার কলকাতা পুরবোর্ড দখল করে দল উজ্জীবিত। তা ছাড়া, সামনেই বিধানসভা ভোট। এ সব ভেবেই এ বার শপথগ্রহণ অনুষ্ঠান একটু বড় আকারে আয়োজন করা হচ্ছে। সেখানে সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় ৭০০ জনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজ্যের মন্ত্রী-সহ তৃণমূলের সাংসদ, বিধায়কেরাও রয়েছেন নিমন্ত্রিতের তালিকায়। অনুষ্ঠান শুরু হবে বেলা দেড়টায়। পুরসভা সূত্রের খবর, টাউন হল সারানোর কাজ চলছে। বিদায়ী মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুর-কমিশনার খলিল আহমেদ সেখানে গিয়ে পরিস্থিতি দেখেও এসেছেন।

মেয়র ছাড়া পুরবোর্ডে বাকিদের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে গত বারের চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি মেয়র ফরজানা আলম, মেয়র পারিষদ পার্থপ্রতিম হাজারি এ বার পরাজিত। প্রার্থী করা হয়নি রাজীব দেবকে। তাই ওই পদগুলিতে নতুন মুখ অনিবার্য।

Advertisement

তৃণমূলেরই একটি মহলের মতে, বিদায়ী বোর্ডের অন্তত পাঁচ জনের ফের মেয়র পারিষদ পদে মনোনীত হওয়ার সম্ভাবনা প্রবল। কারা কী দায়িত্ব পেতে পারেন? দলীয় সূত্রে খবর, মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। দলেরই একটা মহল মনে করছে, ৬ মে মুখ্যমন্ত্রীর সঙ্গে নতুন পুর-প্রতিনিধিদের বৈঠকের পরে সব চূড়ান্ত হতে পারে।

পুরসভা সূত্রের খবর, ৫ এবং ৬ মে পুরসভার নব নির্বাচিত প্রার্থীদের শপথগ্রহণ। পুরসভার অধিবেশন কক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের পুরসচিব বি পি গোপালিকা। মঙ্গল ও বুধবার পর পর দু’দিন সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চলবে শপথগ্রহণের এই পর্ব। নব নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে থেকে এক জন প্রোটেম চেয়ারম্যান মনোনীত করাই রেওয়াজ। ইতিমধ্যেই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রোটেম চেয়ারম্যান হচ্ছেন ১২১ ওয়ার্ডের কাউন্সিলর মানিক চট্টোপাধ্যায়। এক পুর-আধিকারিক জানিয়েছেন, চেয়ারম্যান, মেয়র, ডেপুটি মেয়র-সহ মেয়র পারিষদদের শপথবাক্য পাঠ করাবেন মানিকবাবুই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement