টেলি-সম্মানের মঞ্চেও নোট বাতিলের প্রতিবাদ

ব্যঙ্গের সুরে হাঁক দিলেন টেলি সিরিয়ালের পোড় খাওয়া অভিনেতা। ‘মিত্রোঁ...!’ আর সেটাই দেখিয়ে দিল, বুধ-সন্ধ্যার টেলি অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চও হয়ে উঠেছে নোট বাতিল নীতির প্রতিবাদের ঠিকানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০০:২৩
Share:

এক খুদে অভিনেত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার, নজরুল মঞ্চে। ছবি: সুদীপ আচার্য।

ব্যঙ্গের সুরে হাঁক দিলেন টেলি সিরিয়ালের পোড় খাওয়া অভিনেতা। ‘মিত্রোঁ...!’

Advertisement

আর সেটাই দেখিয়ে দিল, বুধ-সন্ধ্যার টেলি অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চও হয়ে উঠেছে নোট বাতিল নীতির প্রতিবাদের ঠিকানা। ঠিক এক দিন আগে রোজ ভ্যালি-কাণ্ডে সিবিআইয়ের হাতে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির জেরে আরও রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নজরুল মঞ্চেও নোট বাতিলের বিরুদ্ধে একই ভাবে প্রতিবাদ জারি রাখলেন তিনি।

তবে টেলি পুরস্কারের অনুষ্ঠানকে প্রতিবাদ মঞ্চ হিসেবে ব্যবহারের এই পরিকল্পনা সম্ভবত ছিল আগে থেকেই। এ দিন টিভি সিরিয়ালের বিভিন্ন কৃতীদের পুরস্কার দেওয়ার আগেই টাকা তোলার লাইনে মৃত উলুবেড়িয়ার সনৎ বাগের (৫৫) স্ত্রী কল্পনা বাগকে মঞ্চে দু’লক্ষ টাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়। অনুষ্ঠানের বিনোদন-পর্বে টেলি অভিনেতাদের একটি নাটিকাও কেন্দ্রের নীতিতে মানুষের দুর্ভোগের ছবি তুলে ধরে।

Advertisement

শনিবার, উলুবেড়িয়ার বাসুদেবপুরে ১০০ দিনের কাজের মজুরির টাকা তুলতে গিয়েছিলেন সনৎবাবু। আধার কার্ড আনতে ভুলে যাওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে টাকা দিতে রাজি হননি। সনৎবাবু তখন এক পরিচিতকে বাড়ি পাঠান ওই কার্ড নিয়ে আসতে।

ইতিমধ্যে অপেক্ষারত অবস্থাতেই অসুস্থ বোধ করেন ওই প্রৌঢ়। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাইরে মৃত্যু হয় তাঁর। মুখ্যমন্ত্রীর দাবি, টাকা তোলার লাইনে অপেক্ষা করার সময়ে অসুস্থ হয়েই বাসুদেববাবু মারা গিয়েছেন।

এ দিন কল্পনাদেবীর হাতে টাকা তুলে দিয়ে মমতা বলেন ‘‘এ হল, আমাদের সমাজসেবার অঙ্গ। তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ টাকা দেওয়া হল।’’ এই মৃত্যু কার্যত প্রধানমন্ত্রীর নোট-নীতিরই পরিণাম বলে এ দিন দাবি উঠেছে রাজ্য সরকারি মঞ্চে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এর আগে লাইনে দাঁড়িয়ে মৃত কয়েক জনের পরিজনকে চাকরি দিয়ে সাহায্য করা হয়েছিল। এ ক্ষেত্রে, সনৎবাবুর এক মেয়ের বিয়ের দায়িত্ব আমরা নেব। এত দিন মেয়েটির বিয়ের কথা চলছিল।’’ সনৎবাবুর স্ত্রী, তিন মেয়ে ও দুই প্রতিবন্ধী ছেলে রয়েছে। যোগ্যতা অনুযায়ী এখনই তাঁদের কাউকে চাকরি দেওয়া যাচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিনোদন পর্বে নাটিকায় দেখা যায়, টাকা তুলতে না পেরে নগদের অভাবে কী ভাবে ভেস্তে যাচ্ছে একটি টিভি সিরিয়ালের শ্যুটিং, কী ভাবে মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে আসতে পারছেন না এক অভিনেত্রী। একটি দৃশ্যে মেকআপ ম্যান এটিএমের লাইনে দাঁড়িয়ে, তাই শ্যুটিংয়ে গরহাজির। এক কলাকুশলীকে চেকে টাকা দিতে তিনিও হাঁ-হাঁ করে উঠে বলছেন, বাড়িতে হাঁড়ি চড়ছে না, চেক নিয়ে এখন কী করব?

শেষমেশ হাতে প্রতিবাদের মোমবাতি তুলে নিচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। প্রধানমন্ত্রীর ক্যাশলেস-নীতি বা প্লাস্টিক মানি ব্যবহারের বিরুদ্ধে কটাক্ষেই স্পষ্ট হয়ে উঠছে নোট-নীতির বিরুদ্ধে প্রতিবাদকে আরও ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement