Majerhat Bridge

ব্রিজ ভাঙা নিয়ে মেট্রো-রাজ্য চাপানউতোর, বিবৃতি দিয়ে নস্যাৎ করল রেল

ব্রিজ কেন ভাঙল? মেট্রোর কাজের জন্যই এই দুর্ঘটনা ঘটেনি তো?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৩
Share:

ভেঙে পড়া ব্রিজ। —ফাইল চিত্র।

মাঝেরহাট ব্রিজ ভাঙার কারণ নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে চাপানউতোর তৈরি হল। ব্রিজ কেন ভাঙল? মেট্রোর কাজের জন্যই এই দুর্ঘটনা ঘটেনি তো? এমনই প্রশ্ন তুলছে রাজ্য প্রশাসনের একাংশ। যদিও এই ব্রিজ ভাঙার সঙ্গে মেট্রোর প্রকল্পের কোনও সম্পর্ক নেই বলে রেলের তরফ থেকে মঙ্গলবার রাতে পাল্টা বিবৃতি দেওয়া হয়।

Advertisement

এ দিন সন্ধ্যায় ঘটনাস্থলে দাঁড়িয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আঙুল তোলেন মেট্রো প্রকল্পের দিকে। তিনি বলেন, ‘‘মেট্রোর কাজ করতে গিয়েই ব্রিজ নড়ে যায়নি তো?’’ শুধু প্রশাসনই নয়, দুর্ঘটনার পর থেকে স্থানীয়দের অনেকেও মেট্রোর দিকেই আঙুল তুলছিলেন।

গুলাম মুস্তাফা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ইদানীং ব্রিজটা ভীষণ কাঁপত। মেট্রো প্রকল্পের কাজের জন্যই এটা হয়েছে। মেট্রোর ইঞ্জিনিয়ারদেরও এই বিষয়টা জানিয়েছিলাম। তাঁরা তাতে আমল দেননি।’’

Advertisement

আরও পড়ুন: ‘অনেক দিন ধরেই বলছি, সেতুটা কাঁপছে, কেউ কথা শোনেনি’

ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই এই নিয়ে চর্চা চলছিল। শেষে মেট্রো রেলের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে জানানো হয়েছে, ‘মেট্রোর কাজের সঙ্গে ব্রিজ ভাঙার কোনও সম্পর্ক নেই। কারণ, যে অংশটি ভেঙে পড়েছে তা দুটো পিলারের মাঝের অংশ। মেট্রোর কাজের জন্য যদি ক্ষতি হত তা হলে পিলারের ক্ষতি হত। কিন্তু ভেঙে পড়া অংশের দু’দিকের পিলারের অবস্থা থেকেই স্পষ্ট, ব্রিজ ভাঙার সঙ্গে মেট্রোর কাজের কোনও সম্পর্ক নেই।’

(শহরের প্রতি মুহূর্তের সেরা বাংলা খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement