lockdown

রাস্তার কুকুর, বেড়ালদের খাওয়াতে প্রকল্প

বন দফতরের খবর, সম্প্রতি চিড়িয়াখানায় পশুদের খাদ্য মজুত করা নিয়ে বৈঠক হয়েছিল। পথকুকুরদের বিষয়টিও উঠেছিল। জেলাতেও এই কাজ করতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৪:১৭
Share:

পথকুকুরদের খাবার দিচ্ছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার, বালিগঞ্জ ফাঁড়ির কাছে। ছবি: স্বাতী চক্রবর্তী

লকডাউনের জেরে হোটেল, খাবারের দোকান বন্ধ। সমস্যায় পড়েছে রাস্তার কুকুর-বেড়ালের দল। এই পরিস্থিতিতে তাদের খাবার জোগাতে উদ্যোগী হয়েছে বন দফতর। শনিবার থেকে শুরু হওয়া ওই প্রকল্পে শামিল হন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার বিভিন্ন থানা ও ট্র্যাফিক গার্ডও এলাকার কুকুরদের খাবার দিচ্ছে।

Advertisement

রাজীববাবু বলেন, ‘‘নুন ও মশলা ছাড়া মাংসের টুকরো মেশানো খিচুড়ি, রুটি এবং বিস্কুট দেওয়া হয়েছে।’’ এ দিন গড়িয়াহাট, পার্ক সার্কাস, সল্টলেক, শ্যামবাজার-সহ বিভিন্ন জায়গায় খাবার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বন দফতরের কর্মীরা রাস্তায় ঘুরবেন। কুকুর, বেড়াল দেখলেই কাগজের প্লেটে খাবার দেওয়া হবে।

বন দফতরের খবর, সম্প্রতি চিড়িয়াখানায় পশুদের খাদ্য মজুত করা নিয়ে বৈঠক হয়েছিল। পথকুকুরদের বিষয়টিও উঠেছিল। জেলাতেও এই কাজ করতে বলা হয়েছে।

Advertisement

লালবাজার সূত্রে খবর, নারকেলডাঙা থানা থেকে রোজ শুকনো খাবার দেওয়া হচ্ছে পথকুকুরদের। রেড রোড-মেয়ো রোডের মোড়, পার্ক স্ট্রিট, ধর্মতলা, বেন্টিঙ্ক স্ট্রিটের কুকুরদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে।

মন্ত্রী এ দিন আলিপুর চিড়িয়াখানা পরিদর্শন করে ভাঁড়ারের অবস্থা ও পশুপাখিদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। বনকর্তারা জানান, চিড়িয়াখানায় এক মাসের খাবার মজুত রয়েছে। আরও খাবার মজুত করা হবে কি না, ১৫ এপ্রিলের পরে সেই সিদ্ধান্ত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement