প্রতীকী চিত্র।
এক স্কুলছাত্রীর মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত সোনারপুর থানার হোসেনপুরে ওই অবরোধ চলে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুই যুবককে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীর উপরে ছুরি নিয়ে হামলা চালায় দুই যুবক। গুরুতর জখম অবস্থায় মেয়েটিকে প্রথমে স্থানীয় নার্সিংহোম, পরে এসএসকেএমে ভর্তি করা হয়।
ছাত্রীটির মা এ দিন বলেন, ‘‘মঙ্গলবার সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল মেয়ের। সে জন্য দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাচ্ছিল। কিন্তু ষষ্ঠ শ্রেণির মার্কশিট নিতে ভুলে যাওয়ায় অল্প ক্ষণ পরে ফিরে আসে। পরে মার্কশিট নিয়ে একাই স্কুলে যায়। কিছু পরেই স্থানীয় কয়েক জন এসে জানান, মেয়েকে ছুরি মারা হয়েছে। আমরা গিয়ে ওকে নার্সিংহোমে ভর্তি করি। শুক্রবার থানায় পুরো ঘটনা জানাই।’’
আরও পড়ুন: মোদী বিরোধী বিক্ষোভে সড়ক-পাতালে চরম দুর্ভোগ, নাজেহাল শহরবাসী
পুলিশ জেনেছে, ওই ছাত্রীর সঙ্গে এলাকার এক তরুণের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না ছাত্রীটি। তদন্তকারীদের অনুমান, সেই রাগেই ওই তরুণ তার কয়েক জন সঙ্গীকে নিয়ে হামলা চালায়। বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘নাক ও ঠোঁট গুরুতর ভাবে জখম হওয়ায় মেয়েটি কথা বলতে পারছে না। তার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের খোঁজ করা হচ্ছে।’’