ড্রোনের ‘চোখে’ ধরা পড়ল এডিস

পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা তপনকুমার মুখোপাধ্যায় জানান, যে সব বরো এলাকার কয়েকটি ওয়ার্ডে গত বছর ডেঙ্গি রোগীর সন্ধান মিলেছিল, মূলত সেখানকার উঁচু বাড়িগুলির উপরে, পরিত্যক্ত কারখানায়, জঙ্গলে ঘোরানো হয়েছিল ড্রোন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০০:৫০
Share:

প্রতীকী ছবি।

কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের নির্দেশে কয়েক মাস ধরে শহরের পাঁচটি বরোয় ক্যামেরা লাগানো ড্রোন দিয়ে নজরদারি চালিয়েছিল একটি সংস্থা। বৃহস্পতিবার ড্রোন ক্যামেরার সেই সব ছবি দেখানো হল কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ পুর স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। তাতে ধরা পড়েছে এডিস মশার বংশবৃদ্ধির চিত্র।

Advertisement

পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা তপনকুমার মুখোপাধ্যায় জানান, যে সব বরো এলাকার কয়েকটি ওয়ার্ডে গত বছর ডেঙ্গি রোগীর সন্ধান মিলেছিল, মূলত সেখানকার উঁচু বাড়িগুলির উপরে, পরিত্যক্ত কারখানায়, জঙ্গলে ঘোরানো হয়েছিল ড্রোন। ৪৮৪টি ছবির অনেকগুলিতেই ধরা পড়েছে মশার বংশবিস্তার। পুরসভা সূত্রের খবর, এ বছর এখনও পর্যন্ত কলকাতা পুর এলাকায় ডেঙ্গিবাহী মশার বংশবৃদ্ধির ছবি সে ভাবে সামনে আসেনি। যদিও গত বছর পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। বিগত বছরগুলির তুলনায় মোট আক্রান্ত কম হলেও মৃত্যুর সংখ্যা ভাবিয়ে তুলেছিল পুর প্রশাসনকে। এ বার তাই আগে থাকতে সতর্ক হতে চায় পুর প্রশাসন।

এ দিন তপনবাবু জানান, ড্রোন ক্যামেরার ছবি এবং রিপোর্ট নিয়ে বৈঠকে আলোচনার পরে ঠিক হয়েছে, পুরসভার পতঙ্গ বিশেষজ্ঞ দল সেই ছবি দেখে মশা নিধনের প্রক্রিয়া স্থির করবে। আর দুর্গম স্থানে ড্রোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে মশা মারার তেল। পুরসভা সূত্রের খবর, ড্রোনে ধরা ছবিতে দেখা গিয়েছে, কিছু উঁচু বাড়িগুলির ছাদের জলাধারে ঢাকনা নেই। সেখানে সকলের নজরের আড়ালে মশার বংশবৃদ্ধি হচ্ছে। ড্রোন দিয়ে সেই রকম স্থানে মশা নিধন প্রক্রিয়া চলবে বলে এ দিন জানান অতীনবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement