Calcutta News

রোজি কার, চলছে টানাপড়েন

এক পক্ষের দাবি, রোজি তাঁরই। পারিবারিক বিপদের সময়ে রোজিকে রাখতে হয়েছিল একটি ক্রেশে। কিন্তু ক্রেশের মালিক রোজিকে ছাড়তে অস্বীকার করছেন এখন। অন্য পক্ষের দাবি, রোজির মালিক তাকে ঠিক ভাবে দেখাশোনা করেন না।

Advertisement

দেবাশিস ঘড়াই

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০২:৪১
Share:

অনিশ্চিত: এই সেই রোজি। যাকে নিয়ে চলছে দুই পক্ষের লড়াই। নিজস্ব চিত্র

রোজি কার কাছে থাকবে? তা নিয়েই যুযুধান দু’পক্ষ।

Advertisement

এক পক্ষের দাবি, রোজি তাঁরই। পারিবারিক বিপদের সময়ে রোজিকে রাখতে হয়েছিল একটি ক্রেশে। কিন্তু ক্রেশের মালিক রোজিকে ছাড়তে অস্বীকার করছেন এখন। অন্য পক্ষের দাবি, রোজির মালিক তাকে ঠিক ভাবে দেখাশোনা করেন না। শুধু তাই নয়, রোজিকে রাখা বাবদ ক্রেশে যে খরচ হয়েছে, তা দিতেও অস্বীকার করছেন তিনি। ফলে রোজিকে ছাড়ার প্রশ্নই নেই। দু’পক্ষের লড়াইয়ের মাঝে অনিশ্চিত এখন রোজির ভবিষ্যৎ।

এ নিয়ে গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রোজির মালিক নেতাজিনগরের বাসিন্দা অর্ক মজুমদার। অর্কের অভিযোগ, ‘‘পারিবারিক সমস্যার কারণে গত জানুয়ারিতে বালিগঞ্জ স্টেশন রোডের বাসিন্দা সঞ্চিতা দত্তের কাছে রোজি নামের ল্যাব্রাডরটিকে রাখতে দিয়েছিলাম। ওর তদারকির জন্য সঞ্চিতা দৈনিক ৪৫০ টাকা দাবি করেন।’’ অর্ক জানান, তিনি তা দিতে রাজিও হন। তাঁর দাবি, গত মার্চে রোজি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেরত চান তিনি। কিন্তু সঞ্চিতা তাঁকে জানান, পুরো টাকা না পেলে তিনি রোজিকে ছাড়বেন না। অর্কের আরও অভিযোগ, ‘‘আমার থেকে প্রায় দেড় লক্ষ টাকা দাবি করা হয়েছে। অথচ এত টাকা হওয়ার কথা নয়। টাকা না পেলে কুকুর ছাড়া হবে না বলে হুমকিও দেন সঞ্চিতা। কিন্তু রোজি তো আমার। ওকে ফেরত চাই।’’

Advertisement

প্রসঙ্গত অর্কের দু’টি ল্যাব্রাডর, গোল্ডি ও রোজি। এর আগেও প্রায় এক বছরের জন্য সঞ্চিতার কাছে নিজের কুকুর রাখতে দিয়েছিলেন অর্ক। তাঁর দাবি, সে বার এমন কোনও সমস্যায় পড়তে হয়নি তাঁকে। অর্ক জানান, ওঁর সঙ্গে ভাল সম্পর্ক ছিল। সেই সুবাদে রোজিকে রাখতে দিয়েছিলাম।’’

সঞ্চিতার পাল্টা অভিযোগ, অর্ক কুকুর রক্ষণাবেক্ষণের টাকা তো দেনইনি, উপরন্তু লোক পাঠিয়ে হুমকি দিচ্ছেন। পুরো ঘটনায় তাঁর পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এলাকায় কুকুরপ্রেমী হিসেবে সঞ্চিতার পরিচিতি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ আবার রাস্তার কুকুরের প্রতিও তাঁর ভালবাসায় অতিষ্ঠ হয়ে মুখ খুলেছেন। তবে সে সবে কান দিতে নারাজ সঞ্চিতা। তাঁর বক্তব্য, ‘‘রোজির দেখাশোনা বাবদ যা প্রাপ্য তা না দিয়ে অর্ক উল্টোপাল্টা দাবি করছেন। আজ দেড় লক্ষ টাকা বলছেন, কাল আবার অন্য কথা বলবেন! রোজি আমার কাছে ভাল আছে। টাকা না পেলেও রোজির কোনও অযত্ন হবে না। বরং অর্ক যে ভাবে কুকুর রাখেন তা কতটা সঙ্গত, তা নিয়ে প্রশ্ন তোলাই যায়।’’

গড়িয়াহাট থানা সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ফলে রোজির ভবিষ্যৎ নিয়ে আপাতত টানাপড়েন অব্যাহত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement