প্রতীকী ছবি।
ক্লাবের সংস্কারের কাজ চলছিল। সেই কাজ করার সময়ে ভেঙে পড়ে পুরনো দেওয়াল। যার নীচে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর থানা এলাকার দুর্গাপুর কলোনিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাসু ভারতী (৩৫)। তাঁর বাড়ি বিহারের ছাপরায়।
পুলিশ সূত্রের খবর, নিউ আলিপুরের ওই ক্লাবটির সংস্কারের কাজ শুরু হয়েছে ক’দিন আগে। টালিগঞ্জ সার্কুলার রোডের একটি ঠিকাদার সংস্থার আট-দশ জন শ্রমিক গত কয়েক দিন ধরে সেখানে কাজ করছিলেন। সোমবার সেই কাজ করার সময়েই আচমকা ক্লাবের চারপাশে থাকা পুরনো পাঁচিলের সাত ফুট বাই তিন ফুটের একটি অংশ ভেঙে পড়ে ওই শ্রমিকের মাথায়। সঙ্গে সঙ্গে বাকি শ্রমিকেরা ক্লাবের লোকজনকে খবর দিলে তাঁরাই বাসুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানেই চিকিৎসা চলাকালীন ওই শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসু বিহারের আরও কয়েক জনের সঙ্গে কলকাতায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। বিহারে তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে। পুলিশ ওই শ্রমিকের দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে। এই ঘটনার পরেই ওই ক্লাবের সংস্কারের কাজ বন্ধ হয়ে গিয়েছে।