Kolkata News

ফেসবুক লাইভ @ কুমারী পুজো

হয়তো সকালে ঘুম ভাঙেনি আপনার বা কোনও কারণে মিস করে গিয়েছেন আমাদের ফেসবুক লাইভ? কোনও চিন্তা নেই। উপায় আছে হাতের কাছেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৩১
Share:

বেলুড়ের কুমারী পুজো।— নিজস্ব চিত্র।

আজ মহাষ্টমী। অষ্টমীর দিন কুমারী পুজোর রীতি দীর্ঘদিনের। বিভিন্ন বনেদি বাড়িতে এ দিন ছোট মেয়েদের কুমারী রূপে পুজো করা হয়। তবে বেলুড় মঠে কুমারী পুজোর ঐতিহ্য অন্যরকম। এ দিন আমরা বেলুড় থেকে কুমারী পুজোর লাইভে ছিলাম ফেসবুকে। দর্শনার্থীদের ঢল নেমেছিল বেলুড়ে। বহু মানুষ এসেছিলেন পুজো দিতে। অনেকে আবার কুমারী পুজো কেমন ভাবে হয় তা দেখতে পৌঁছে গিয়েছিলেন বেলুড় মঠে। সকলে মূল মন্দির পর্যন্ত পৌঁছতে পারেননি। তাই বেশ কিছু জায়ান্ট স্ক্রিনে সরাসরি পুজো দেখানো হচ্ছিল। শুধু বাংলা নয়, বাংলার বাইরে থেকেও বহু মানুষ এসেছিলেন বেলুড়ে। যাঁরা সশরীরে উপস্থিত হতে পারেননি তাঁরা আজ আমাদের সঙ্গে ছিলেন ফেসবুক লাইভের মাধ্যমে। দেশের বাইরে থেকেও বহু মানুষ এ দিন লাইভ দেখেছেন কুমারী পুজো।

Advertisement

আরও পড়ুন, ফেসবুকে আড্ডা লাইভ @ মহালয়া

হয়তো সকালে ঘুম ভাঙেনি আপনার বা কোনও কারণে মিস করে গিয়েছেন আমাদের ফেসবুক লাইভ? কোনও চিন্তা নেই। উপায় আছে হাতের কাছেই। নীচের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের সঙ্গে ‘সরাসরি’ পৌঁছে যান বেলুড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement