৫০ বলে ১০৭ রান করলেন সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।
মহারাজকে (৫) আউট করলেন আবেশ। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ ১৪১ রানে। ৬১ রানে জিতল ভারত।
কোয়েৎজেকে (২৩) রান আউট করলেন সূর্যকুমার। দক্ষিণ আফ্রিকা ১৩৫/৯।
ব্যাট করছেন কোয়েৎজে (২২) এবং মহারাজ (১)।
বিশ্নোইয়ের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে আউট জানসেন (১২)। দক্ষিণ আফ্রিকা ১১৪/৮।
ব্যাট করছেন জানসেন (৬) এবং কোয়েৎজে (২)।
সিমেলানেকে (৬) এলবিডব্লিউ করলেন বিশ্নোই। দক্ষিণ আফ্রিকা ৯৩/৭।
বিশ্নোইয়ের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে আউট ক্রুগার (১)। দক্ষিণ আফ্রিকা ৮৭/৬।
মিলারকে (১৮) আউট করলেন বরুণ। আবেশের হাতে ক্যাচ দিলেন মিলার। দক্ষিণ আফ্রিকার দুই সেট ব্যাটার ফিরলেন শেষ তিন বলে। দক্ষিণ আফ্রিকা ৮৭/৩। ২৫ রানে ৩ উইকেট বরুণের।
বরুণকে ছক্কা মারার পরের বলেই অক্ষরের হাতে ক্যাচ দিয়ে আউট ক্লাসেন (২৫)। দক্ষিণ আফ্রিকা ৮৬/৪।
ব্যাট করছেন ক্লাসেন (১৯) এবং মিলার (১৭)।
ব্যাট করছেন ক্লাসেন (১২) এবং মিলার (১৩)।
ব্যাট করছেন রিকেলটন (২০) এবং ক্লাসেন (১)।
আবেশের বলে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্টাবস (১১)। দক্ষিণ আফ্রিকা ৩০/২।
ব্যাট করছেন রিকেলটন (৯) এবং স্টাবস (২)।
আরশদীপকে পর পর দু’টি চার মেরেছিলেন মার্করাম। তার পরেই আউট তিনি। ক্যাচ দিলেন উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে।
শেষ বলে রান আউট হলেন বিশ্নোই (১)। অপরাজিত থাকলেন আরশদীপ (৫)। ৩৭ রানে ৩ উইকেট কোয়েৎজের।