Solar Eclipse

কলকাতায় বাধা মেঘ, উত্তর ভারতের একাংশ দেখল সূর্যের বলয়গ্রাস

রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। হালকা বৃষ্টিও হয়েছে। তাই গ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে।

কলকাতার আকাশে গ্রহণ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২০ ১১:০৪
Share:
Advertisement

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সকাল সওয়া ৯টা থেকে দেশের বিভিন্ন রাজ্যে বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়। তা চলবে দুপুর ৩টে বেজে ৩ মিনিট পর্যন্ত। তবে কলকাতায় এই বলয়গ্রাস দেখা যায়নি। এ বার সূর্যের বলয়গ্রাসের পথ ভারতের উত্তর অংশের উপর দিয়ে যায়। তাই উত্তর ভারতের একাংশ থেকেই এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে।

কলকাতায় রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। হালকা বৃষ্টিও হয়েছে। তাই গ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে সংশয় ছিল। তবে বেলা সওয়া ১১টা নাগাদ মেঘ সরলে আংশিক গ্রহণ দেখা যায়। কিন্তু আকাশ কালো করে বৃষ্টি নামায় মাত্র কয়েক মুহূর্তের জন্যই তা দেখা সম্ভব হয়। তবে সর্বত্র গ্রহণ দেখা যায়নি।

Advertisement

পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, বলয়গ্রাসে উত্তর ভারতে সূর্যের ৯৯ শতাংশ ঢাকা পড়লেও, কলকাতায় সূর্যের ৬৬ শতাংশই ঢাকা পড়ে। এ দিন কলকাতায় সকাল ১০টা ৪৬ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয়। গ্রহণ তুঙ্গে ছিল বেলা ১২টা বেজে ৩৫ মিনিটে। গ্রহণ শেষ হয় দুপুর ২টো বেজে ১৭ মিনিটে।

এর আগে, গত বছর ২৬ ডিসেম্বর আংশিক সূর্যগ্রহণ হয়েছিল কলকাতায়। সে বারও ৩ ঘণ্টার বেশি সময় ধরে বলয়গ্রাস গ্রহণ চলেছিল। তবে সে বারও বলয়গ্রাস দেখার সুযোগ পায়নি কলকাতাবাসী। পরবর্তী গ্রহণ দেখার জন্য আরও ২ বছর ৪ মাস অপেক্ষা করতে হবে। ২০২২-এর ২৫ অক্টোবর পরবর্তী গ্রহণ। ২০৩৪ সালে পরবর্তী পূর্ণগ্রাস গ্রহণ।

Advertising
Advertising

• উত্তরাখণ্ডের দেহরাদূণের আকাশে গ্রহণ দেখা গেল।

• মেঘ সরতেই কলকাতার বিভিন্ন জায়গা থেকে দেখা গেল আংশিক সূর্যগ্রহণ।

কলকাতার আকাশে গ্রহণ। ছবি: শৌভিক দেবনাথ।

• দুবাইয়ের আকাশেও বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে।

• হরিয়ানার কুরুক্ষেত্রেও গ্রহণ শুরু হয়ে গিয়েছে।

• রাজস্থানের জয়পুরে গ্রহণ শুরু। চলবে দুপুর ১ টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত।

• গুজরাতের গাঁধীনগরের আকাশে দেখা যাচ্ছে গ্রহণ। দুপুর ১টা বেজে ৩২ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে সেখানে।

• মহারাষ্ট্রে সূর্যগ্রহণ শুরু। দুপুর ৩টে বেজে ৪ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে সেখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement