হেল্পলাইনে ফোনের বার্তা পুলিশের

পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করার বার্তা দিয়েছে। লালবাজার জানিয়েছে, ১০০, ১০৯০, ১০৯১ বা ১১২ নম্বরে ডায়াল করলেই পুলিশ সাহায্য করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ০৩:২৮
Share:

প্রতীকী ছবি।

হায়দরাবাদের কাছে এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনার পরে সতর্ক কলকাতা পুলিশ যে কোনও সমস্যায় মহিলাদের পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করার বার্তা দিয়েছে। লালবাজার জানিয়েছে, ১০০, ১০৯০, ১০৯১ বা ১১২ নম্বরে ডায়াল করলেই পুলিশ সাহায্য করবে।

Advertisement

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা শনিবার জানান, কোনও অভিযোগ এলে কী করতে হবে তা এসওপি পাঠিয়ে জানানো হয়েছিল প্রতিটি থানাকে। তা ফের বাহিনীকে মনে করানো হয়েছে। সিপি বলেন, ‘‘কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। এখন মহিলাদের আত্মরক্ষায় তেজস্বিনীর মতো প্রকল্পও হয়েছে। আমরা মহিলাদের নিরাপত্তা নিয়ে সতর্ক।’’ ফেসবুকেও তিনি মহিলাদের সুরক্ষায় হেল্পলাইনের নম্বরগুলির উল্লেখ করেন। কয়েক মাস আগে রাতের শহরে হেনস্থার শিকার হওয়া এক মডেলের অভিযোগ ছিল, এলাকার দোহাই দিয়ে প্রথমে স্থানীয় থানা অভিযোগ নেয়নি। অন্য থানায় যেতে বলা হয়। তার পরেই সিপি নির্দেশ দেন, এলাকার দোহাই দিয়ে কাউকে ফেরানো যাবে না। সেই নির্দেশের কথা ডিসি থেকে থানার ওসিদের ফের মনে করান কমিশনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement