Kolkata Police

হুঁশ ফিরছে না, রাতের শহরে পাকড়াও ৮৭০ জন হেলমেটহীন বাইক আরোহী

এ দিন কলকাতা পুলিশ অভিযান চালিয়ে হেলমেটহীন ৮৭০ জন বাইক আরোহীকে পাকড়াও করে। তাঁদের বিরুদ্ধে ট্রাফিক আইনে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১৬৩টি বাইকও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ১৭:৩১
Share:

পুলিশের নাকা তল্লাশি। — ফাইল চিত্র

সচেতনতা প্রচারই সার। রাতের শহরে বেপরোয়া বাইক বাহিনীর দৌরাত্ম্য বেড়েই চলেছে। তাও আবার হেলমেটহীন অবস্থায়! শুক্রবার রাতে পুলিশি অভিযানে সেই ছবি ধরা পড়ল শহরের বিভিন্ন প্রান্তে।

Advertisement

এ দিন কলকাতা পুলিশ অভিযান চালিয়ে হেলমেটহীন ৮৭০ জন বাইক আরোহীকে পাকড়াও করে। তাঁদের বিরুদ্ধে ট্রাফিক আইনে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১৬৩টি বাইকও।

পুলিশ সূত্রে খবর, উচ্ছৃঙ্খলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক চালানো-সহ অন্যান্য ট্র্যাফিক আইনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। শুক্রবার রাতের এই পুলিশি অভিযানে রুজু হয়েছে মোট ১৬১২ মামলা।

Advertisement

আরও পড়ুন: গুমোট কাটিয়ে ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সৌজন্যে ঘূর্ণাবর্ত

গত কয়েক বছর ধরে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ প্রকল্পে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। তার পরও হুঁশ ফিরছে না বাইক আরোহীদের। প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত এবং অ্যাপ ক্যাব চালকে হেনস্থার ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা নির্দেশ দিয়েছিলেন, রাতের শহরে ট্র্যাফিক বিভাগ এবং থানার মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে। থানার এলাকা না দেখে, অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। তার পর থেকেই ট্র্যাফিক, থানা, এমনকি গোয়েন্দা বিভাগের কর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় রেখে রাতের শহরে নিরাপত্তা আরও জোরদার করেছে। গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে চলছে নাকা তল্লাশি।

আরও পড়ুন: দাম বাড়ল পেট্রল-ডিজেলের, কলকাতায় পেট্রল ৭৫.১৫ টাকা

সম্প্রতি সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে একটি শপিং মলের সামনে এক ট্র্যাফিক পুলিশকর্মীকে বাইকের সঙ্গে টেনেহেঁচড়ে নিয়ে যায়। এর পর আরও সতর্ক কলকাতা পুলিশ। কলকাতা শহরের বিশেষ কয়েকটি জায়গায় লাগাতার অভিযান চালানো হচ্ছে। এ দিন রাতেও শহরজুড়ে তেমনই তল্লাশি-অভিযান চলছিল। তখন ওই ৮৭০ জন হেলমেটহীন বাইক আরোহী পুলিশের জালে ধরা পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement