Wife Murdered in Kasba

কসবায় স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর! বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহেই হত্যা? গ্রেফতার অভিযুক্ত

স্ত্রীকে খুনের অভিযোগে কসবার এক বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহেই স্ত্রীকে খুন করেছেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৮:২৪
Share:
কসবায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্ত্রীকে।

কসবায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্ত্রীকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে কলকাতার কসবা থানা এলাকায়। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বিবাহ- বহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন স্বামী। সেই সন্দেহের বশেই তিনি স্ত্রীকে হত্যা করেছেন বলে অনুমান পুলিশের। মৃতের নাম রিনা মণ্ডল (৩৩)। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত স্বামী জনার্দন মণ্ডলকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। কলকাতায় তাঁরা থাকতেন কসবা রথতলা এলাকায়। জনার্দন পেশায় রিকশাচালক। রিনা পরিচারিকার কাজ করতেন। তিনি যে বাড়িতে কাজ করতে যেতেন, সেই বাড়ির সামনেই বুধবার তাঁর উপর জনার্দন চড়াও হন। স্থানীয় সূত্রে খবর, জনার্দন মত্ত অবস্থায় প্রায়শই ঝামেলা করতেন। আবার জনার্দনের দাবি, তাঁর স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত রাতে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত।

বুধবার কসবার আরকে চ্যাটার্জি রোডের ধারে একটি আবাসনের কাছে মহিলার উপর হামলা করেন তাঁর স্বামী। রিনার চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তখনই রক্তাক্ত অবস্থায় তাঁরা মহিলাকে রাস্তায় পড়ে থাকেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ৩৬ বছর বয়সি ওই অভিযুক্তের সঙ্গে তাঁর স্ত্রীর সাম্প্রতিক কালে কোনও বচসা চলছিল কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন কসবা থানার পুলিশকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement