স্থাপত্য রক্ষায় আজ মিছিল কলকাতায়

মঙ্গলবার বিশ্ব হেরিটেজ দিবসে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলায় কলকাতা পুরসভার সদর অবধি মিছিলে আম নাগরিককে পথে নামারও ডাক দিয়েছেন তাঁরা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০৪:০০
Share:

প্রতীকী ছবি।

কলকাতার বিচিত্র স্থাপত্য ঘরানা বাঁচাতে পুর কর্তৃপক্ষের উদ্দেশে চিঠিতে সই করলেন দেশ-বিদেশের বিশিষ্ট বঙ্গসন্তানেরা। আজ, মঙ্গলবার বিশ্ব হেরিটেজ দিবসে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলায় কলকাতা পুরসভার সদর অবধি মিছিলে আম নাগরিককে পথে নামারও ডাক দিয়েছেন তাঁরা।

Advertisement

সাহিত্যিক শঙ্খ ঘোষ, অমিতাভ ঘোষ, নবনীতা দেবসেন, রণজিৎ দাস, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অপর্ণা সেন, অনীক দত্ত, চিত্রশিল্পী চিত্রভানু মজুমদার, অতুল দোদিয়া, অর্থনীতিবিদ প্রণব বর্ধন, কৌশিক বসু, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সাহিত্যের শিক্ষক সুকান্ত চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, স্বপন চক্রবর্তী, ইতিহাসের শিক্ষক তপতী গুহঠাকুরতা, প্রাক্তন আমলা তথা ইতিহাসবিদ জহর সরকার প্রমুখের সই করা চিঠিতে বলা হয়েছে, কলকাতার স্থাপত্য নিয়ে প্রশাসন তথা পুরসভার উদাসীনতার জেরে তাঁরা ব্যথিত। মিছিলের অন্যতম আহ্বায়ক সাহিত্যিক অমিত চৌধুরীর কথায়, ‘‘বহু পুরনো বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এ ভাবে চললে স্থাপত্যের ইতিহাসের ধারাটিই লুপ্ত হয়ে যাবে।’’ এই কলকাতাপ্রেমীদের দাবি, শহরের নানা স্থাপত্য ঘরানার বিভিন্ন বাড়িকে ঐতিহ্য তালিকায় রাখতে হবে। হেরিটেজ তালিকায় থাকা বাড়িগুলির গুরুত্ব খাটো করে ভেঙে ফেলা চলবে না। দিল্লি, মুম্বইয়ের আদলে কলকাতার বিভিন্ন অঞ্চলকে আলাদা-আলাদা হেরিটেজ এলাকা বলে চিহ্নিত করতে হবে। পরিবেশকর্মী প্রদীপ কক্কর, গৌতমমোহন কপূর এবং বিশিষ্ট সংরক্ষণ স্থপতিরাও পথে নামার ডাক দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement