Kolkata news

পঞ্চায়েত-পুরসভায় আর লড়াই নয়? ভাবছে প্রদেশ কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়। নির্বাচনের আগে, ভোটের দিন এবং ফলপ্রকাশের পর যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে দলকে, তা নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ১৬:১৫
Share:

স্থানীয় স্তরের নির্বাচনে লড়া নিয়ে ভাবনায় কংগ্রেস।

বাংলায় স্থানীয় স্তরের নির্বাচনে কংগ্রেস আদৌ লড়বে কি না, তা নিয়ে আলাপ আলোচনা শুরু হল প্রদেশ কংগ্রেস দফতরে। পঞ্চায়েত ও পুরসভার মতো স্থানীয় স্তরের নির্বাচনে আগামী দিনে আদৌ লড়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Advertisement

প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধানভবনে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডাকেন অধীর। সেই সাংবাদিক সম্মেলনের আগে বিভিন্ন জেলা কমিটির সভাপতিদের নিয়ে প্রদেশ নেতৃত্ব এ দিন বৈঠক করেন। পঞ্চায়েত নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়। নির্বাচনের আগে, ভোটের দিন এবং ফলপ্রকাশের পর যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে দলকে, তা নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন,‘‘আগামী দিনে এ রাজ্যে স্থানীয় স্তরে যে সব নির্বাচন হবে, তাতে আমরা অংশ নেব কি না, তা আমাদের ভেবে দেখতে হবে। এ নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।’’ অধীরের মতে, রাজ্য নির্বাচন কমিশনারের অধীনে কোনও ভোটই সুষ্ঠু ভাবে হওয়া সম্ভব নয়। পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচন এ রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনেই হোক, দাবি কংগ্রেসের।

Advertisement

আরও পড়ুন: পুরসভাতেই ‘নিগৃহীত’ উপ-প্রধান

আরও পড়ুন: মধ্যরাতে খোলা আকাশের নীচে গণধর্ষণ খাস কলকাতায়!

সামনেই রাজ্যে ৮০টি পুরসভার নির্বাচন। তার আগে অধীর চৌধুরীর মন্তব্যকে তাত্‌পর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। এর আগে অজিত পাঁজা যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেই সময় এক বার পঞ্চায়েত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল কংগ্রেস। অধীর চৌধুরী সেরকম কোনও পদক্ষেপ করেন কিনা, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement